স্বপ্নসুখ
পার্থ প্রতিম মিত্র
একমুঠো আবির ছড়িয়ে দিই রক্তমাখা হৃদয়ে,
ভালোলাগার আবেশে চোখ বুজে আসে…
মুঠোফোনে হাতরাই ভাষা ভাষা চোখ বিস্মৃতির গভীরে ডুবে।
পাড়ভাঙ্গা শব্দ ধেয়ে আসে ঝাউবন পেড়িয়ে…
নিকষ কালো অন্ধকার সন্ সন্ বাতাসে দোল খায়…
আমি দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরি নিঃশব্দ পৃথিবীকে…
বড়ো একা লাগে নিজেকে।
কাল এসে দাঁড়ায় সামনে পেছনে চারদিকে,
সময় যায় থমকে… অস্পষ্ট মৃদু পদচারণের ধ্বনি শুনতে পাই..
আমি হারিয়ে যাই বহুদুরে সমুদ্রের ফেনার সাথে ভাসতে ভাসতে…
হটাৎ আলোর রোশনাই ধেয়ে আসে অন্ধকার চিরে,
আমি মুক্তির আনন্দে আত্মহারা হয়ে যাই,
আত্মদর্শনের পরিতৃপ্তি বাঁচার মোহে ফিরিয়ে নিয়ে আসে আমায়,
এইতো আমি দাঁড়িয়ে আছি স্বপ্নের মাঝে খুশির হাওয়ায়।
স্বপ্ন ভেঙে যায়……
ঘামে ভেজা আমি চোখ মেলে দেখি আমার একান্ত আপন পৃথিবী,
সবুজ মাটি স্বপ্ননীল আকাশ ভোরের ঠান্ডা বাতাসে…বড়ো মায়াময়।
*********************************************
পার্থ প্রতিম মিত্র পরিচিতি :
জন্ম ৬ই অগাষ্ট ১৯৬৫। হুগলি জেলার স্বাধীনতাপূর্ব ফরাসি উপনিবেশ শহর চন্দননগরের বাসিন্দা। পেশাগতভাবে একটি বহুজাতিক সংস্থায় সেলস ও মার্কেটিং বিভাগে কর্মরত। স্ত্রী ও এক কন্যা নিয়ে পরিবার। প্রকৃতিপ্রেমী এবং আবেগপ্রবণ মন তার কবিতা লেখার অনুপ্রেরণা। মন ছুঁয়ে চলে তার সবুজ বনানী হয়ে ভোরের আলোয় চিকমিক করা শিশির বিন্দু উজ্জ্বল নীলাকাশ আবার জোৎস্না স্নিগ্ধ ধুসর প্রান্তর।বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি ও মানুষের দূর্দশা হতাশা বঞ্চনা তার সংবেদনশীল মন ও হৃদয়কে ভীষণভাবে নাড়া দেয় এবং প্রকাশ ঘটে তারই অনুররণ, বিভিন্ন কবিতার ছত্রে।
স্বপ্ন সুখের আবেশে তৃপ্ত ধরিত্রীর এ সুখ…