অবিমৃষ্য
সাজেদুল হক
যুক্তিহীন মানুষের কণ্ঠ বড়,
নাটাই কাঁটা ঘুড়ির মতন
ছুটে চলে একা;
কিছু মানুষ যুক্তিহীন হয়।
কিছু মানুষের লুণ্ঠিত প্রেম
অধর স্পর্শ করে স্বপ্নজালে,
বেহিসেবি লেনাদেনায় ।
কিছু মানুষের মন ভালো নেই
একলা আকাশ
একলা প্রহর নিয়ে একা;
কোনো পিছুটান নেই।
কিছু মানুষ নিরামিষাশী
মাংসের খিদে নেই ,
গোপন ক্ষত নিয়ে ঘরে
এদিক সেদিক।
কিছু মানুষের কামুক হৃদয়
তৃষ্ণায় বুদ হয়,
নগ্নরাত্রির ভেলা ভাসায়
দ্রাঘিমা রেখায়।
কিছু মানুষ বিশ্বাসের উষ্ণ চাদরে
ঢাকে বুকের জমিন ।
কিছু মানুষ হয় ভালোবেসে,
না হয় ভালোবাসায় খুন হয়।
কিছু মানুষ যুক্তিহীন হয়।।
সাজেদুল হক পরিচিতি –
জন্মঃ সেপ্টেম্বর, ১৯৭০।
শিক্ষা – বালিগাও প্রাইমারী স্কুল, ভানুগাছ, কমলগঞ্জ। বশিরউদ্দিন আদর্শ হাইস্কুল, মিরপুর। বাঞ্চারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়, বাঞ্চারামপুর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ঢাকাবিশ্ববিদ্যালয়।বাল্যকাল থেকেই লেখালেখির অভ্যাস। গান শুনতে ভালো লাগে। ভালো লাগে কবিতা পড়তে, শুনতে এবং লিখতে।
বাহ্