Shadow

অপরূপা কৌশানী – ডঃ স্বয়ংদীপ্ত বাগ

  অপরূপা কৌশানী
ডঃ স্বয়ংদীপ্ত বাগ

পাহাড়িয়া রাণী তুমি,
অপরূপা কৌশানী,
হিমালয়ের অন্তঃপুরে,
সবুজে সবুজে ভরে,
তুমি একখন্ড শান্তি-স্থল,
স্তব্ধ কিন্তু প্রাণোচ্ছ্বল!
সামনে দিগন্ত জুড়ে—
বরফে শিখর মুড়ে,
আলোছায়ার ফাঁকে ফাঁকে,
নতুন ছবি ঝলকে-পলকে,
নাম না জানা ফুলের মেলায়
এদিক ওদিক উপত্যকায়,
হিমেল হাওয়া শিরশিরিয়ে,
পাইন বনে যায় হারিয়ে । 
যতদূর চাই —
শেষ যেনো নাই,
পাহাড় আকাশ –
হলো এক ঠাঁই,
এতো মায়াবী, কুমারী প্রকৃতি,
অন্য কোথাও দেখিনি;
স্মৃতি-সুখের সাথীও তুমি,
অপরূপা কৌশানী ।।
****************************************************

ডঃ স্বয়ংদীপ্ত বাগ পরিচিতিঃ
ভূগোল নিয়ে গবেষণা, পেশায় শিক্ষক। কিন্তু  প্যাশন  ভ্রমণ ,সাহিত্য ও সংগীত চর্চায় (সেতার)। বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকায় নিয়মিত লেখক ।লেখালেখির প্রয়াস সীমাবদ্ধ মূলতঃ প্রবন্ধ ও কবিতায় প্রকাশিত বইয়ের সংখ্যা দুই। এছাড়া বিভিন্ন সময়ে আকাশবাণী, দূরদর্শন সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ ।।

 

2 Comments

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!