জীবন্মুক্তির অজানা তথ্য
অমৃতা লাহিড়ী
হিন্দুদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা সম্পর্কে আমরা সকলে অবহিত। কিন্তু গীতার অনেকগুলো ভাগ আছে এবং সেই ভাগ সম্বন্ধে আমরা অনেকেই অবহিত নই। আমি যে গীতার ভাগ নিয়ে উপস্থিত হয়েছি, তার নাম “শিবগীতা”। এই গীতা হয়তো অনেকেরই অজানা। সেই অজানাকে জানার জন্য আমার আলোচ্য বিষয় “শিবগীতা”।
সনাতন হিন্দু ধর্মে বিয়াল্লিশ রকমের গীতা আছে। গীতা বলতে আমরা যা বুঝি তা হ’ল কোন ধর্মীয় বা আধ্যাত্মিক জ্ঞান যা গীত বা সুরারোপ করে গুরু শিষ্যকে প্রদান করেন। বাস্তব জীবনে কোন সমস্যার সম্মুখীন হলে পন্ডিত ব্যক্তি গীতা পাঠের মাধ্যমে সেই সমস্যা সমাধানের চেষ্টা করে থাকেন। এই বিয়াল্লিশ রকমের গীতার অধিকাংশ মহাভারত থেকে সংকলিত।
ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ্গীতা, আর শিব এর মুখারবিন্দ থেকে নিঃসৃত শিবগীতা। মহাভারতের ভীষ্মপর্ব থেকে উৎপত্তি ভগবদ্গীতা, আঠারো অধ্যায় সমন্বিত। এই ভাবে পদ্মপুরাণে উল্লিখিত শিবরাঘব সংবাদ শিবগীতা নামে খ্যাত। লক্ষ্য করার বিষয়, এখানেও আঠারোটি অধ্যায় আছে। আঠারোটি অধ্যায় হল- শিবভক্তি নিরূপণ, বৈরাগ্য উপদেশ, বিরাজ দীক্ষা নিরূপণ, শিব প্রাদুর্ভাব, রামকে বর প্রদান, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন, পিন্ডোৎপত্তি কথন, দেহ স্বরূপ নির্ণয়, জীব স্বরূপ কথন, জীবগতি নিরূপণ, উপাসনা জ্ঞানফল, মোক্ষ নিরূপণ, পঞ্চকোশোৎপাদন, ভক্তিযোগ, গীতা অধিকারী নিরূপণ, ব্রহ্ম নিরূপণযোগ, এবং জীবন্মুক্তি স্বরূপ নিরূপণ যোগ। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবদ্গীতা প্রকাশিত, রামচন্দ্রের প্রশ্নের উত্তরে প্রকাশ পেল শিবগীতা। শিবগীতা আধ্যাত্মবিদ্যার এক অসামান্য গ্রন্থ, যেখানে বেদান্তের সারবস্তু একত্রিত হয়েছে, বেদান্ত যাকে ব্রহ্ম বলে অভিহিত করেছেন, সেই ব্রহ্মই শিব নামে পরিচিত। শিব হলেন স্বয়ং সৃষ্টির নির্মাতা, পালন কর্তা, সংহার কর্তা। সমগ্র ব্রহ্মান্ডে পরমেশ্বর শিবের শক্তির রূপ বলে গণ্য করা হয়, বেদান্ত সেই শক্তি কে “মায়াশক্তি “আখ্যা দিয়েছেন। এই মায়াশক্তিকে অতিক্রম করে পরব্রহ্ম বিষয়ে জ্ঞান লাভ করলে মুক্তির পথ দৃষ্ট হয়।
বলা যায়, মুক্তির পথ প্রাপ্তির জন্যই পরমেশ্বর শিব ব্রহ্ম, শিব থেকে সৃষ্টির রচনার বর্ণনা, শরীর রচনার বর্ণনা, শিব সাধনা, শিব পূজার বিধান, সংসারের জটিলতা, তত্ত্ব জ্ঞান, কর্মফল, বিরজা দীক্ষা, শিবের বিরাট স্বরূপ, শিবের বিভূতি, প্রাণীর গতি, মুক্তির স্বরূপ, ভক্তি, ধ্যান যোগ এমন অনেক আধ্যাত্মিক রহস্যের উদ্ঘাটন ঘটেছে এই গীতায়, শিব গীতার মাহাত্ম্য উন্মোচিত হয়েছে। জ্ঞান প্রাপ্তির জন্য যাঁরা প্রশ্নের দ্বার খুলেছেন, তাঁদের জন্য শিবগীতা অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
সূত্র – গীতা। নাম – জীবন্মুক্তির অজানা তথ্য
***************************************************
অমৃতা লাহিড়ী পরিচিতি:
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এম.এ.। আধ্যাত্মিক পরিবেশে বড় হয়ে ওঠা। প্রমথনাথ তর্কতীর্থ (ঠাকুরদা)র সঙ্গ সংস্কৃত শিখতে প্রেরণা জাগায়।
Khub valo laglo pore. Eta jantam na
বাহ্ অমৃতা চমৎকার ব্যাখ্যা করলে।এমন শুদ্ধ জ্ঞান চর্চা ই দিতে পারে আমাদের শান্তির পথ–ধন্যবাদ তোমায়..