**************************************************
সন্দীপ মুখার্জী পরিচিতিঃ
কলকাতা নিবাসী এই শিল্পী, বিমূর্ত শিল্পকে নিজের মনের ভাবনার রঙে রাঙিয়ে, রং ও রূপের মাধ্যমে উপস্থাপন করেন। শিক্ষা গ্রহণ করেছেন চারু ও কারু কলা বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে। ইন্ডিয়ান পেইন্টিং বা অবন ঠাকুর, নন্দলাল বসুর ঘরানার ছাত্র হয়েও, পরবর্তীতে ঘরানার গন্ডী পেরিয়ে বিমূর্ততার মাধ্যমে রঙ, রূপ, সুর ও কথার মেলবন্ধনে মগ্ন একদা বাণিজ্যিক বিজ্ঞাপন জগতের আধিকারিক এই শিল্পী।
শবরী – সন্দীপ মুখার্জী
7 Comments
Comments are closed.
সন্দীপের রঙ-তুলি আবারও মুগ্ধ করলো !!!
🙏🙏🌺🌺
এই শিল্পীর ছবি কথা বলে….এতটাই প্রাণবন্ত। অপূর্ব…👌👌👌🌹😊
আহা !! অপৃর্ব !!!
Ashonkhyo dhonnyobad Debolinadi apnake ei sommaner jonno.. 🙏🙏🌺🌺
🙏🙏🌺🌺
Oshadharon legeche Dada. Darun darun 👌