বড় বসন্তবৌরি
চিত্রগ্রাহকঃ ভাস্কর চ্যাটার্জি
বড় বসন্তবৌরি (ইংরেজি ভাষায়: Blue-throated Barbet), বড় বসন্ত বাউরি, বড় বসন্ত বাওড়ী বা ধনিয়া পাখি মেগালাইমিডি (Megalaimidae) পরিবার বা গোত্রের অন্তর্গত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এক প্রজাতির ফলাহারী পাখি। আই. ইউ. সি. এন. বড় বসন্ত বৌরিকে Least Concern বা আশঙ্কাহীন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। নরম ফল বিশেষ করে বটের ফল, কদম, দেবদারু, ডেউয়া, আম, কলা, তেলাকুচা, কিছু পোকামাকড় ও শুঁয়োপোকা খেতে পছন্দ করে।
সাধারনত একটা নির্ধারিত স্থানে একই পাখি অথবা তার বংশধরেরা বংশবৃদ্ধি করে। প্রজনন কাল মার্চ থেকে জুলাই। শক্ত ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে গাছের নরম বা পচা কান্ডে গর্ত করে বাসা বানায়।
কাঠঠোকরার পরিত্যাক্ত বাসাও এরা বাসা হিসেবে ব্যবহার করে। বাসার উচ্চতা মাটি থেকে কমপক্ষে ৮ ফুট উঁচুতে হয়। একবারে ৩-৪টি ছোট সাদা রঙ এর ডিম দেয়। পুরুষ এবং স্ত্রী বসন্তবৌরী পর্যায়ক্রমে ছানার লালন-পালন করে।
ব্যাবহৃত ক্যামেরাঃ
ক্যামেরাঃNickon 7200D, লেন্সঃ Nickon 200/500mm
**********************************************
ভাস্কর চ্যাটার্জি পরিচিতিঃ
বিপ্লবী,ফরাসি দের ও আলোর শহর চন্দননগরের বাসিন্দা ভাস্কর চ্যাটার্জি, ভারতীয় রেলের কর্মী। রসায়ন বিজ্ঞান নিয়ে পড়াশুনা, সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে বেড়ে ওঠা। আপন মনে কবিতা পাঠ করেন, গেয়ে ওঠেন, ক্যামেরা হাতে জলে জঙ্গলে অবজেক্টএর খোঁজে দিন কাটিয়ে দেন।
অপূর্ব ! যেমন চমৎকার চিত্রগ্রহণ, তেমনই সুন্দর সংক্ষিপ্ত বর্ননা !! দেখে – পড়ে মুগ্ধ হ’লাম !!! ভাস্কর বাবুকে আন্তরিক অভিনন্দন !!!!
পাখির পরিচিতি সহ চিত্রটি বেশ ভালো লাগলো। তবে চিত্রটির স্হান উল্লেখ করলে আরো ভালো লাগতো।