শেষ পৃষ্ঠায় দেখুন
মধুপর্নি চট্টোপাধ্যায়
রোজ সকাল হলে দেখি
দৌড়ে দৌড়ে ওরা যায় –
ওদের দৌড়োনো দেখে
জানলা দিয়ে উঁকি দেয়
বুড়ো শালিকেরা
চিৎকার করে বলে –
“লক্ষ্য তো স্থির – এবার এগোও”
কচি ঘাস অনাবৃত
একটা শুকনো মাঠে দৌড়োয়
ছোট – বড়ো – মেজো রা
আমি গেলে ওরা
ভয় পায়
ওদের চোখে কখনো বা ভাসে
তীব্র বিরক্তি
আমার শরীরে নেই
দৌড় – চাঞ্চল্য
ছাপ পড়ে না শৈশব, কৈশোর
কিংবা যৌবনের,
আমাদের মতো
বুড়ো বট গাছের সাথে
তাই ওদের ঠিক জমে না
চাঞ্চল্য-হীন জীবনে
হিসেব রাখি
আকাশলীন লেনদেনের
আর ওরা হিসেব ধরে –
কোনো গন্ধযুক্ত অঙ্কের ।।
**********************************************
মধুপর্নি চট্টোপাধ্যায় পরিচিতি
বাংলা সাম্মানিক প্রথম বর্ষের ছাত্রী। কবি, আবৃত্তিকার ও বাচিক শিল্পী। বাংলা সাহিত্য এবং সুস্থ সংস্কৃতির অনুরাগী।
সুন্দর বক্তব্য..বলার ঢঙও ভারী সুন্দর ❤️