Shadow

পুস্কর উৎসবে এক রাজস্থানী – বিতান চক্রবর্তী

পুস্কর উৎসবে এক রাজস্থানী

শিল্পীঃ বিতান চক্রবর্তী

রাজস্থানের ঐতিহ্যবাহী উট উৎসব পুস্করে প্রতিবছর পালিত হয়। এই উৎসব উপলক্ষে আগমন হয় অনেক দেশী বিদেশী ভ্রমণপিপাসু মানুষের। চলে উট ছাড়াও অন্যান্য গবাদিপশুর কেনাবেচা। কার্তিক মাসের পূর্ণিমা তে এই উৎসব আয়োজন করে রাজস্থানের ট্যুরিজম বিভাগ। ছবিতে এক বিক্রেতার ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবিটি জল রং এ আঁকা
***************************************

বিতান চক্রবর্তী পরিচিতি
বিতান চক্রবর্তী পেশায় ইলেক্ট্রনিক এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। KIIT ভুবনেশ্বর থেকে ২০১৭ সালে পাশ করে বর্তমানে হায়দ্রাবাদ এ Tech Mahindra তে কর্মরত। বিতানের ভালোবাসা হল, ছবি আঁকা, ছবি তোলা, গিটার এবং উকুলেলে বাজানো। অবসর সময় এরাই ওর সঙ্গী। বিতানের ছবি আঁকার বা তোলার কোনো প্রথাগত শিক্ষা নেই। এটা ওর ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র।

13 Comments

  • Juin Das

    অসাধারণ, অসাধারণ । অনেক অনেক শুভেচ্ছা আর
    অভিনন্দন জানাই। বিতানকে চিনি সেই ওর ছোট্টোবেলা থেকে।পড়াশোনার জন্য সময়ের অভাবে ও যখন রঙের বাক্সের ওপর হাত বুলিয়ে সরিয়ে রেখে দিয়ে স্কুলে চলে যেত তখন ওর সেই শিশুমনের কষ্টটা খুব অনুভব করতাম। আজ ও কত ভালো চাকরী করছে এটার থেকেও ওর এই অপূর্ব, অসাধারণ ছবি আঁকা আমাকে অনেক বেশী আনন্দ দেয়। এটা তোর অন্যরকম সাফল্য তিতাস ( বিতান)। আরো অনেক চাই।আরও অনেক এগিয়ে যা।

  • Madhumita Mitra

    বাহ্-খুব জীবন্ত ছবি,মুখের প্রতিটি রেখা বাঙ্ময়👌

    • Brati Ghosh

      অসাধারণ!! এত জীবন্ত!!! খুব ভালো!! তোমার আরো উন্নতি কামনা করি।

  • লতা ভট্টাচার্য ৷

    যতদিন যাচ্ছে তিতাসের ( বিতান) আঁকা আরও উন্নত হচ্ছে ৷এটাই ওর ভালোবাসার পেশা হলে ভালো হতো ৷

    • সমরেশ কুমার হালদার

      অসাধারণ তো বটেই। আঁকাটাই বড় কথা নয়, কি আঁকব আর আঁকায় কি প্রকাশ করবো, এটাই তো শিল্পীর পরিচয় বহন করে। একটা সম্পূর্ণ জীবন যেন উঠে এসেছে ছবিতে। রুক্ষ, শুষ্ক রাজস্থানী উটওয়ালার জীবন যন্ত্রণা দেখতে পাই এই ছবিতে। আমি আঁকতে পারি না, কিন্তু আমার বন্ধুর ছেলে তো পেরেছে, এটা আমারই গর্ব।

  • Rini Basu

    অসাধারণ! সত্যিই মুগ্ধ করে দেবার মতো। বিতান, তোমার তো painter হওয়া উচিত ছিল। অসম্ভব সুন্দর এঁকেছো ছবিটা। আরো মনোমুগ্ধকর ছবির অপেক্ষায় রইলাম।

    • Sattam Dasgupta

      অসাধারণ! চোখ আঁকলেই দৃষ্টি আসেনা বা মুখ আঁকলেই ব্যক্তিত্ব – যে সেটা ধরতে পারে সেই সত্যিকারের শিল্পী

  • Minakshi

    Every sketch of yours that I see, I think this must be your best. But each time you defeat my thought. But this defeat fills me with joy. My blessings are always with you

  • Sunit Datta

    খুব সুন্দর আঁকা। মনে হয় জীবন্ত। আশা রাখছি আরও ছবি দেখতে পাব।

  • Saumitra

    বাহ্, ভারী সুন্দর এঁকেছে , যথার্থই শিল্পীমন ۔۔۔

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!