পথের কাদাজল
উৎপল দত্ত
পথে নেমে বেপথু হতে চাইনি কখনও –
কাদার ছিট জামায় মেখে বাড়ি ফিরেছি।
বোনকে বলেছি ধুয়ে দে – গীতি কবিতা,
গণিতের সূত্র শুধরে দেব – ধুয়ে রাখিস।
কাদা-কুৎসিত জামা সারারাত জেগেছিল
আমি তো একুশ, বেহুঁশ হওয়ার ভয়ে
পার্কে ঘুরি না, পথের মাপজোক করি।
চুলবুলে মেয়েটি যদি রক্তে লালা ঢালে
হাতছানি সময়ে যদি ছোবল হয়ে যায়!
একুশের ছেলে। আবোল। তাবোল। ছোবল।
এ বয়সে চোরাস্রোত গোপনে শিরায় উথলায়
আহত মন জানে না পথের বাঁকের নিগূঢ় কথা
কী আছে নদীর বাঁকে, মধু না বিষ উজিয়ে সে
যায় উত্তাল, দুপুরের উষ্ণ কথার ফাঁকে – তাই
এ একুশ একাই রাত জাগে। তড়পায়। ঘুমায়।
তিলকে তাল করা অন্যায় তাও বিস্মৃত হয়ে
সংযুক্তাকে তিলোত্তমা বলেছি এক বিকেলে
মুখ ফিরিয়ে সে ক্রিকেটের গল্প তুলেছিল –
আকাশ ছুঁই-ছুঁই ছক্কাটি সীমানায় ধরা পড়ে
মনিটরে থার্ড আম্পায়ার, মন ছটফট করে।
***************************************************
উৎপল দত্ত পরিচিতি
যে নামে লিখিঃ উৎপল দত্ত
প্রাতিষ্ঠানিক নামঃ সমীর দত্ত
জন্মঃ ৩১ আগস্ট, ১৯৬৬
জেলাঃ মানিকগঞ্জ, বাংলাদেশ
প্রাতিষ্ঠানিক পড়াশোনাঃ ইংরেজী সাহিত্য
যা লিখি ও লিখতে পছন্দ করিঃ বাংলা ও ইংরেজী তে ছোটগল্প, কবিতা, সমালোচনা সাহিত্য, প্রবন্ধ, নিবন্ধ, অনুবাদ, মুক্ত গদ্য
প্রকাশিত গ্রন্থঃ চিরায়ত খেলার সূত্র, ছোটগল্প সংগ্রহ
পূর্বের পেশাঃ প্রযোজক, একুশে টেলিভিশন বাংলাদেশ ও একাধিক সংবাদপত্র
বর্তমান পেশাঃ স্বনিয়োজিত, লেখালেখি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিয়ো সম্পাদনা, পান্ডুলিপি সম্পাদনা।