Shadow

আইবিস পাখি – ডক্টর জ্যোতিরিন্দ্র নাথ সেনগুপ্ত

 

চিত্রগ্রাহক: ড: জ্যোতিরিন্দ্র নাথ সেনগুপ্ত

 

আইবিস পাখি

ডক্টর জ্যোতিরিন্দ্র নাথ সেনগুপ্ত 

উজ্জ্বল কৃষ্ণবর্ণের আইবিস দূর থেকে ঘন আঁধার কালো রঙয়ের দেখতে লাগলেও, সামনে থেকে এর অত্যাশ্চর্য রঙের ছটা দেখলে মোহিত হয়ে যেতে হয়। পান্নাসবুজ, বেগুনী ও তামাটে রঙের সংমিশ্রণে দীর্ঘ পা এবং দীর্ঘ ঠোঁটের অপূর্ব সুন্দর সারস পাখিগুলি ভেজা ঘাস আর ভেজা কৃষি জমির উপর হেঁটে বেড়ায় তার খাদ্য ছোট মাছ, পোকা এবং দানাশস্যের খোঁজে। যাযাবরের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় এই পাখিগুলি ঘুরে বেড়ায় বাসা বানিয়ে বংশ বৃদ্ধির উদ্দেশ্যে। এই বিরল প্রজাতির সারসদের মধ্যে গত ১০০ বছর ধরে দক্ষিণ-পশ্চিম আমেরিকা থেকে উত্তর-পূর্ব আমেরিকা পর্যন্ত নিজেদের বংশ বৃদ্ধি করার প্রবণতা পরিলক্ষিত হয়েছে।।
*****************************************

ডক্টর জ্যোতিরিন্দ্র নাথ সেনগুপ্ত – পেশায় প্রফেসর-হুইস্কন্সিন মেডিক্যাল কলেজ, আমেরিকা । বয়স ৬৮। ছবি তোলা ওনার সখ্। চিত্রগ্রাহক হিসেবে উনি বহু দেশ বিদেশ ভ্রমন করেছেন, অনেকবার পুরস্কৃত হয়েছেন।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!