Shadow

এখনও চোখ বন্ধ দেখি – অনুপ দত্ত

আমার একুশে; PC: Cvoice24.com

এখনও চোখ বন্ধ দেখি

অনুপ দত্ত

মনের ভিতরে এক উচ্চাঙ্গ সুর ঘুরে ম’রে
ওপারে বাংলাদেশে ঢাকায়,এপারে মনের ঘরে৷
ভাষা ভাষা আমার আপন বাংলা ভাষা
মায়ের মুখে প্রথম ডাকা খোকা ভালবাসা৷
সে সুর-ঝর্ণা স্মৃতি নয় মধুর নিরবধি
সে আমার দেশ, কানন মনন বননদী৷
আরও কতো সুর সাধা আমার মায়ের মুখ
মায়ের মুখে কত গান ঘুমপাড়ানি সুখ৷
এখনও চোখ বন্ধ দেখি হাজার সময় সূর্য তাপে
আমার মায়ের ভাষা জ্বলে ওঠে সদর্পে৷
সে দর্পে লোহিত সোহাগ তার ভাষা নেই জুড়ি
সে সোহাগ দেয় হাজার ছেলে মারের সাগর পাড়ি৷
বুকে সাজিয়ে বাংলা ভাষা বুলেট মালা
সহস্র প্রাণ পার হয় কবর শ্মশান কারবালা৷
তারা ভালবাসা… তারা বাংলা ভাষার তুড়ি
তারা তর্জনী তুলে ভুলতে না দেয় একুশে ফেব্রুয়ারি৷
******************************************************

অনুপ দত্ত পরিচিতি
কবি অনুপ দত্ত-র জন্ম কালীতলা হাট, বগুড়া শহর, বাংলাদেশ৷ ওপার বাংলায় ইশকুল শেষে বিশ্ববিদ্যালয় ডিগ্রী দার্জিলিং থেকে৷ পি.এইচ.ডি. থিসিসের কাজ এবং কর্মস্থল শুরু উত্তরবঙ্গ, বীরপাড়া ডুর্য়াসে৷ বহুজাতিক কোম্পানি থেকে অবসরপ্রাপ্ত এই বিজ্ঞানী বর্তমানে নিজের স্থাপিত ফার্ম, “মিলিকন কনসালটেন্সি এন্ড ড্রাগ ডেভেলপমেন্ট”-এর কাজে যুক্ত৷ কবি অনুপ দত্ত-র প্রথম কাব্যগ্রন্থ…”কবিতার পুরুষ ও স্বজনেরা“৷ মাঝে নবীন কবিদের নিয়ে উত্তরবঙ্গ শিলিগুড়ি রেডিও তে কবিতা আসর জমাতেন। ঠিক তারপরেই উত্তরবঙ্গের বাছাই করা আটজন কবিদের কবিতা-গুচ্ছ নিয়ে সম্পাদনা করেন কাব্যগ্রন্থ “আত্রেয়ী সৈকত”। চাকুরী অন্তে শেষ জীবন এক নতুন ধারা  ষটপদী সাহিত্য রচনা “বাংলা লতিফা”-র (ষটপদী) কাজে নিজেকে উৎসর্গিত করেন৷ তাঁর সম্পাদিত “বাংলা লতিফা  (ষটপদী) সংকলন কলস” ২০১৫তে কোলকাতায় ও পরে ঢাকাতে উন্মোচিত হয়৷ দ্বিতীয় সংকলন লতিফা (ষটপদী) কলস~ ২০১৬ তে বেগম সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় যাদুঘর, ঢাকায় মোড়ক উন্মোচন ৷ তৃতীয়  সংকলন লতিফা (ষটপদী) কলস~ ২০১৭, চতুর্থ কলস~২০১৮ এবং গত বছর  পঞ্চম  কলস~২০১৯ ‘বাংলা লতিফা (ষটপদী)সংকলন” সম্পাদনা এক নজির স্থাপন করলো৷ এবার ষষ্ঠ কলস~২০২০ প্রকাশের পথে। চার ধরণের কবিতার সমাহার “চতুরঙ্গ” তাঁর নবতম একক কাব্যগ্রন্থ।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!