PC-shutterstock.com
“আকাশ সমুদ্র”
শ্রুতি দত্ত রায়
তোমার ও দুটো চোখের তারায়
কিভাবে যে দুটো সমুদ্র লুকিয়ে রাখো,বুঝি না
আর তাই,যখন সমুদ্রে ওঠে ঢেউ
বড়ো অসহায় লাগে,
বুঝিবা সাঁতার না জানা এই আমি
কোন অতল গভীরে যাব ডুবে।।
তোমার ও দুটো চোখের তারাতেই
কিভাবে যে দুটো আকাশ লুকিয়ে রাখো,বুঝি না
কিন্তু যখন মেঘহীন নির্মল আকাশে সূর্য হেসে দীপ্তি ছড়ায়
বড়ো আনন্দ হয়,
মনে হয় প্রজাপতি রাঙা ডানা মেলে তোমার অসীম আকাশে যাই হারিয়ে ।।
————————————————————————————————————————
শ্রুতি দত্ত রায় পরিচিতি:
সুন্দরী ডুয়ার্সের মফস্বল শহর জলপাইগুড়িতে জন্ম এবং বেড়ে ওঠা। পেশায় সরকারি বিদ্যালয়ের ভাষা সাহিত্যের শিক্ষিকা। ভালবাসেন গান শুনতে, বই পড়তে, ডুয়ার্সের প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে। আর গান গাইবার মধ্যে খুঁজে পান মুক্তির স্বাদ।