ভাবনার পরিসর
প্রতিভা পাল সেন
ঝুরঝুরে ভাবনার শরীরে ঘুণপোকার দৌরাত্ম্য,ক্লান্ত অবসরে;
স্মৃতির রেলিং ধরে উদাস হওয়া মনের-বাঁক!
পরিবর্তনের খেলায় সামিল,অভিযোজিত আগামীর অলি-গলি;
স্পর্শক বরাবর হেঁটে চলা জীবন হঠাৎ থমকে দাঁড়িয়ে বলে,-
‘স্বপ্ন’রা আজীবন মনেই বেঁচে থাক!’
বন্ধ চোখের কোণ-জমা আর্দ্রতা,নীল-শূন্যতায় বাষ্পীভূত হতে চায়;
ভোরের আলোর-স্নিগ্ধতায় আশার কিরণ লেখে,নতুন-সুরের স্বরলিপি!
ব্যস্ততার ভীষণ-ভিড়ে তপ্ত রোদের দুপুর-ছোঁয়া অনুরাগ-
গোধূলির আলোকবর্তিকায় আঁকে,আঁধার রাতের প্রতিচ্ছবি!
কথা ছিল আবেগের মিছিলে সামিল হবে না পিচ্ছিল কোনও অনুভব;
হিসেবের পাকদণ্ডী বেয়ে,সাজানো হবে কল্পনার পরিবৃত্ত!
গুটিগুটি পায়ে যখন তারা’রা জ্বলে ওঠে আকাশের বুকে-
এলোমেলো শহর তখন ভাঙা-চাঁদের জ্যোৎস্না মেখে সম্পৃক্ত!
বাস্তবে,জীবন-পরিসর ভাবনার রঙে আবৃত!!
*************************************************************
প্রতিভা পাল সেন পরিচিতিঃ
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি নিবাসী। কম্পিউটার-বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে ছোট থেকে লেখালিখির সঙ্গে যুক্ত। মূলতঃ কবিতা, গদ্য ও ছোটগল্পে লেখার প্রয়াস সীমাবদ্ধ। এছাড়া সংগীত চর্চা,ছবি আঁকা,রান্না,বিভিন্ন হাতের কাজ ও ভ্রমণ-লোলাগা অবসর। লেখা কবিতা প্রকাশিত হয়েছে প্রবাহ তিস্তা তোর্ষার শারদীয়া সংকলন,লাবণ্য,আকর,আজকাল,মুজনাই,মুক্তধারা,কথা-লহরী প্রভৃতি পত্রিকার সাহিত্য সংখ্যাতে।।