ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে …… বেহালায় শ্রী এস রঙ্গনাথন
***************************************************
এস রঙ্গনাথনের পরিচিতিঃ
তামিল ব্রাহ্মণ পরিবারের সন্তান এস রঙ্গনাথনের জন্ম কোলকাতায় ৷ কস্ট অ্যাকাউনটেন্ট রঙ্গনাথন ভারতীয় জীবন বীমা নিগমে ১৯৯১ সাল থেকে কর্মরত৷ তাঁর পারিবারিক ইতিহাস সঙ্গীতময়৷ প্রপিতামহ এ অনন্তকৃষ্ণণের প্রতিষ্ঠিত শ্রী গুরু গুহ গানা বিদ্যালয় ১৯৪৩ সাল থেকে কোলকাতায় এখনও পর্যন্ত সঙ্গীত শিক্ষা বিতরণ করে চলেছে পূর্ণমাত্রায়৷ ছেলেবেলায় মার কাছ থেকে গান শেখার শুরু রঙ্গনাথনের৷ এরপর নব্বই এর দশক থেকে বেহালাতে কর্নাটকী রাগসঙ্গীত শিখতে শুরু করেন৷ বর্তমানে ভারতের বিভিন্ন শহরে এবং কোলকাতায় বিভিন্ন শিল্পীর সঙ্গে এবং এককভাবে তার বেহালার সুরমূর্ছনায় মানুষকে মুগ্ধ করে চলেছেন৷
Wonderfully played.👏👏