ছন্নছাড়াঃ কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত
আবৃত্তিতে সঞ্চিতা গাঙ্গুলী
****************************************************
সঞ্চিতা গাঙ্গুলী পরিচিতি
আসামের এক ছোট শহর টাংলাতে সঞ্চিতার জন্ম। সেভাবে আবৃত্তি শেখার সুযোগ না হলেও কবিতার প্রতি ভালোবাসা তার ছোট থেকে। আবৃত্তি ছিল তার সহজাত যার একমাত্র শ্রোতা ছিলেন তার বাবা। পরবর্তীকালে স্বামীর চাকরিসূত্রে শিলচরে এসে আবৃত্তির সুযোগ আসে এবং বহু অনুষ্ঠানে তার পরিবেশিত আবৃত্তি শ্রোতাদের মনোরঞ্জন করে। আবৃত্তিই তার অবসর বিনোদনের একমাত্র উপাদান।