যমুনা কি বলতে পারে
উপস্থাপনায় – মণিমালা অধিকারী
*****************************************************
মণিমালা অধিকারী পরিচিতি
কোলকাতা নিবাসী মণিমালা এম কম / সি এম এ, পেশায় শিক্ষিকা| কিন্তু প্যাশন তার গান| পন্ডিত প্রদীপ রায় ও পন্ডিত জয় মুখার্জীর কাছে সঙ্গীতের তালিমের শুরু| বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতিতে শিক্ষা গ্রহণ করে মণিমালা এখন পন্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গীত প্রতিষ্ঠান ‘শ্রুতি নন্দন’ এর শিক্ষানবীশ৷
অপূর্ব !! অপূর্ব !! মন ভরে গেল ৷❤️❤️
Thank you Didi 🙏… Thank you to the entire team of Kulay phera🙏🙏🙏 for rendering me such an opportunity 🙏🙏🙏🙏 I’m so so so very happy and thankful to all 🙏🙏🙏