খেলব কখন ?
প্র ত্যু ষ সে ন গু প্ত
সবাই গভীর ঘুমে এখন
আড়মোরা দেয় সুয্যিমামা
এই ভোরে মা ডাকছো কেন?
স্কুলে যাবো? ভাল্লাগে না ৷
ইচ্ছে যে হয় শুয়ে পড়ি
চুপটি করে বাবার কোলে
উপায় আছে? স্কুলের গাড়ি
ঐ বুঝি মা এলো চলে !
দু’চোখে মা ঘুম জড়িয়ে
তার মাঝেতেই ব্রাশ যে দাঁতে
জামা জুতো ব্যাজ টাই পরিয়ে –
দুধের গ্লাসটা ধরাও হাতে ৷
দুই কাঁধে মা দারুণ ব্যথা –
বইয়ের বোঝায় ধরছে যে হাঁপ –
খেলব কখন ? সময় কোথা ?
পড়াশোনার ভীষণ যে চাপ৷
অ্যাত্তোগুলো বই খাতা আর –
হোমটাস্কেই হারায় খেলা !
কাড়ছো কেন তোমরা আমার
এমন সাধের ছেলেবেলা ?
****************************************************
প্র ত্যু ষ সে ন গু প্ত পরিচিতিঃ
সরকারী বেসরকারী মিলিয়ে নানা রকম চাকরী করে এখন বেলাশেষে কলম ধরেছেন। প্রথম চাকরী এক ওষুধ কোম্পানীতে। তারপর চা বাগানে। এরপর দু’দুটি খবরের কাগজে সাব এডিটর। শেষ পর্বে গোপনীয়তায় ভরা সরকারী চাকরী। দীর্ঘ চাকরী জীবনে কাজ করেছেন পশ্চিম বঙ্গের অধিকাংশ জেলায়! অভিজ্ঞতা হয়েছে প্রচুর। এই শেষ বেলায় ওই অভিজ্ঞতায় নির্ভর করে আবার কলম ধরেছেন।