“আহ্বান“
কঙ্কণা সেন
সমুদ্র ডাকছে
মাসকাবারি গণিত দিচ্ছে বাধা।
উথাল পাথাল ঢেউ
উদাস করা হাওয়া
মনের নেই কোনো খেই
গলাটিপে হত্যা করা ইচ্ছেগুলোর শব
শুধু ভেসে বেড়ায়।
পাহাড় ডাকছে
বৃদ্ধ অঙ্গুলি আর তর্জনী করে শাসন।
হিসেব মেলে না যে!
প্রতিদিনের নামতা পড়তে পড়তে
সব গরমিল।
টিকে থাকা ইচ্ছেগুলোকে লাগাম পরালাম।
অরণ্য ডাকছে—
যাব।যাবই আমি তোমার কাছে।
কিন্তু কবে জানি না।
সবুজে সবুজ হতে
শরীর মনে রঙিন হতে
এতো বাধা কেন?
দু’হাতে নিত্য কর্মের বাধা ঠেলে
বড়ো দেরী কেন যে হয়?
আকাশ ডাকছে
আমার প্রণতি গ্রহণ করো——–
নীলিমায় নীল করে দাও আমায়।
এই গ্রহের বাইরে
সব গাণিতিক সীমা ছাড়ায়ে
আমার সবটুকুকে তুমি নাও মহাকাশ।।
*************************************************
কঙ্কনা সেন পরিচিতি:
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা – শিক্ষকতা।