সম্পাদকীয়
দেবদত্ত বিশ্বাস
বর্ষপূর্তি উদযাপনের এই পুণ্য মুহূর্তে কুলায় ফেরা Webzine-এর পক্ষ থেকে সকল স্তরের লেখক,পাঠক, শুভানুধ্যায়ী কে জানাই সম্পাদকের হার্দিক শুভেচ্ছা। একটা বছর সময়টা খুব একটা কম নয়।তবুও নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও ‘কুলায় ফেরা’ কিন্তু থেমে থাকেনি। প্রকাশ করেছে শারদীয়া সংখ্যা ‘কাশবন’ বাংলা নববর্ষ সংখ্যা ‘বিহানবেলায়’ এবং বর্ষপূর্তিতে বিশেষ সংখ্যা। এছাড়াও স্বাধীনতা দিবসের,ভাষা দিবসের বিশেষ সংখ্যা।
অমোঘ ঋতুচক্রের অন্যতম একটি পর্যায় হলো বর্ষাঋতু। এর অবিরাম বারি ধারায় উব্দেলিত হয়ে ওঠে কবিমন।তাই বর্ষার অনুপম সৌন্দর্যে বিমোহিত রূপকল্পনার কাব্যিক মনোজগতে কুলায় ফেরা সংযোজন করেছে তিন পর্বে “শাওন গগনে” শীর্ষক সাংস্কৃতিক এক বিচিত্রানুষ্ঠান। সৃষ্টিশীলতা যে সীমাহীন,একথা আবার নতুন করে প্রমাণ করেছে কুলায় ফেরার বর্ষাবরণ অনুষ্ঠান “শাওন গগনে”। সম্প্রতি জুলাই মাসের তিন রবিবার,চার,এগারো এবং আঠারোর বর্ষণসিক্ত সন্ধ্যায় রাজ্য এবং দেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন শিল্পীর নিবেদনে “শাওন গগনে” অনুষ্ঠান উদ্ভাসিত হয়েছে। তিন পর্বের এই অনুষ্ঠান ফেসবুকে সরাসরি সম্প্রচার (LIVE) করা হয়েছে। এটি কুলায় ফেরার উত্তরণের একটি ধাপ। এভাবে সম্মুখে আরও অনেক ধাপ অতিক্রম করতে হবে।
আজি হতে বর্ষ আগে কুলায় ফেরার জন্মকালে বিশ্ব ছিলো সমস্যাজীর্ণ ধ্বস্ত। এই নীল গ্রহে সমস্যা বেড়েই চলেছে। আজ মানবকুল অতিমারির সঙ্কটে মুখ ঢেকেছে,বন্দী হয়েছে গৃহে। থমকে যাওয়া জীবনে আজ বেঁচে থাকার লড়াই প্রকট। তবুও,এই সব প্রতিকূলতার মধ্যেও কুলায় ফেরা তাঁর তমিস্রা থেকে জ্যোতির সন্ধান দেওয়ার কাজে নিরন্তর মগ্ন। তবে একাজ একার পক্ষে সম্ভব নয় এবং সীমিত শক্তির কুলায় ফেরাও তার বাইরে নয়। পায়ে পায়ে লক্ষ্যে এগিয়ে যেতে তাই কুলায় ফেরা তাঁর সকল স্তরের বন্ধু ও শুভানুধ্যায়ীর সহযোগিতার প্রত্যাশী। এই দুঃসময়ে সকলের সুস্থতা কামনা করি।
নমস্কার।