একদিন
গীর্বাণী চক্রবর্তী
নদীর ছলাৎ ঢেউ
বাতাসে দোল খায়,
খুনসুটি করে;দিঘিও কেমন
হেসে ওঠে সলাজ কিশোরীর মতো।
মাছরাঙা ডানা মেলে উড়ে যায় —
নদীর ঢেউ আর শ্যাওলার জল
চুপিচুপি কত কথা বলে।
শরীর ভেজায় জল, মেয়েলি
আলতা, মসৃণ গোড়ালি হেসে
খুন হয়।নরম কিশোরী ভেঙেচুরে
অচেনা যুবতী– তার চোখ দুটি
নীল;নদীর জল আর শ্যাওলা দিঘি
শ্বাস ফেলে জোরে। নীল আকাশের
জলছবিতে সোহাগ ছড়িয়ে পড়ে।।
**********************************************
গীর্বাণী চক্রবর্তী পরিচিতি
জলপাইগুড়ি শহরে জন্ম ও বেড়ে ওঠা, পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। প্রায় তিন দশক ছুঁয়ে আছে তার সাহিত্য সৃজন। ইতিমধ্যে অসংখ্য পত্র পত্রিকায় গীর্বাণীর লেখা প্রকাশ পেয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা চার। তার লেখা গ্রন্থগুলি হল, এক ডজন গপ্পো, ভূত বাংলোর আতংক, শ্বেতা তোমার জন্য এবং অরণ্য জোনাকি।