জীবনের গান
জয়ন্ত সরকার
তখন আমি মগ্ন বিষণ্নতায়
ক্লান্তি লুকোই রঙিন খামে
ইচ্ছেগুলো করছি ফেরি –
মনখারাপের সস্তা দামে।
স্রোতের টানে গা ভাসিয়ে
ভালো থাকার মিথ্যে ভান
তুমি তখন স্রোতের বিপরীতে
বেড়ে চলে দূরত্বের পরিমাণ।
শিরায় শিরায় জমা স্মৃতি
রক্ত স্রোতে বাড়ায় ব্যথা
জীবন এখন শেষের পাতা
অভিযোগ – অব্যক্ত কথা।
ভাঙছে স্বপ্ন রোজ রোজ
মৃত্যু – কত সম্ভাবনার !
মনের ঘরে একলা বসেও
এগোয় জীবন বারংবার।
******************************************************
জয়ন্ত সরকার পরিচিতি:
জন্ম এবং বড় হয়ে ওঠা সবুজ ঘেরা ডুয়ার্সের আলিপুর দুয়ার জেলার ফালাকাটা ব্লকের এক অখ্যাত গ্রাম ভুটানীর ঘাটে। ছোটোবেলা থেকেই বইপড়া আর বই সংগ্রহ করা, বর্তমানে একটি ক্ষুদ্র লাইব্রেরি ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। হাতে কলম উঠে আসে কলেজে পড়াকালীন সময়ে। জলদাপাড়া অভয়ারণ্যের সবুজের কোলে অবস্থিত একটা গ্রাম সিধাবাড়ি। সেখানকার এক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে এখনো কাজ চলছে। সেই সুবাদে জলদাপাড়ার বণ্যপ্রাণ কাছ থেকে দেখার সৌভাগ্য এবং তা ধীরে ধীরে ক্যামেরা বন্দী করার প্রয়াস। সেখান থেকেই ফটোগ্রাফির নেশা শুরু। ফটোগ্রাফির ক্ষেত্রে প্রিয় বিষয়বস্তু পাখি আর প্রজাপতি সাথে বণ্যপ্রাণী। ঘুরতে পছন্দ পাহাড় আর জঙ্গল। ফটোগ্রাফির ক্ষেত্রে কিছু পুরস্কার প্রাপ্তিও ঘটেছে। আর গোটা চারেক যৌথ সংকলনে কবিতা বই আকারেও ইতিমধ্যে বেরিয়েছে।