Shadow

অসমাপ্ত অধ্যায় – প্রতিভা পালসেন

 

PC: Sound Cloud

অসমাপ্ত অধ্যায়  

প্রতিভা পালসেন 

আঙুলের ফাঁক গলে
একটা গোটা-পৃথিবী গলাধঃকরণ;
হাতের তালুর আয়ুরেখা বরাবর
হেঁটে চলে ইচ্ছেদের জিজীবিষা !
অনন্তকাল নক্ষত্রদের ভিড়ে-
ঘুরেফিরে ফিরে আসে
খসে-পড়া কিছু তারাদের জিজ্ঞাসা !

আলোকবর্ষ দূরত্বের ব্যবধান
চোখের পলকে মিশে যায় প্রশ্বাসে ;
হামাগুড়ি দেওয়া দুঃসময়ের কালরাত্রি
অকারণে অবাধ্য হয় ভীষণ !
দাবানলের ধিকিধিকি আগুন-ঘিরে
নৈঃশব্দের প্রকট শীৎকার !
কিছু অধ্যবসায় অচিরেই
ধ্বংসাবশেষে আঁকে মন !
অসম্পূর্ণ থেকে যায়
থেকে যাওয়া কিছু অসমাপ্ত অধ্যায়,
আজীবন!!
****************************************************
প্রতিভা পাল সেন পরিচিতিঃ
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি নিবাসী। কম্পিউটার-বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে ছোট থেকে লেখালিখির সঙ্গে যুক্ত। মূলতঃ কবিতা, গদ্য ও ছোটগল্পে লেখার প্রয়াস সীমাবদ্ধ। এছাড়া সংগীত চর্চা, ছবি আঁকা, রান্না, বিভিন্ন হাতের কাজ ও ভ্রমণ -ভালোলাগা অবসর। লেখা কবিতা প্রকাশিত হয়েছে প্রবাহ তিস্তা তোর্ষার শারদীয়া সংকলন,  লাবণ্য, আকর, আজকাল, মুজনাই, মুক্তধারা, কথা-লহরী প্রভৃতি পত্রিকার সাহিত্য সংখ্যাতে।।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!