Shadow

এ কেমন তুমি? – কঙ্কণা সেন

PC: Jayanta Sarkar

এ কেমন তুমি?
 

কঙ্কণা সেন

————————-

এ তুমি কেমন মাগো?
প্রতিবার বন্যা কবলিত তোমার সন্তান!
প্রতিটি পদক্ষেপে মৃত্যুর অগ্ন্যুৎপাত
জীবন স্তব্ধ হতে হতে টিকে থাকা
তুমি না দুর্গতিনাশিনী?

তুমি না অসুরদলনী?
তবে কেন এতো নারী নির্যাতন!
লোলুপ দৃষ্টির লেহনে কুঞ্চিত সত্তা
অসুর তো হয় নি দলিত,মদগর্বী তারা
উচ্চাশার স্বপ্নরা উড়ে যায়,ডানা ভাঙে
মাথা কুটে মরে কন্যাভ্রূণগুলো।

তুমি তো সর্বজ্ঞা,,,,,বোঝো না
মর্ত্যে শুধু দেবী পূজা,হয় না মাতৃ আরাধনা
মূর্তির জাঁকজমকে আদিখ্যেতায়
বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ে
নিখোঁজ হয় মানবীগুলো;
কালের প্রলেপে রোজ রোজ নতুন ইতিহাস রচিত হয়।

তুমি তো অঘটন ঘটনপটীয়সী—তাই বুঝি আশার ডানা মেলে স্বপ্নের জাল বুনি
অন্তরের অন্দরমহল থেকে উঠে আসে মাভৈ ধ্বনি——————-শান্তিরূপেন সংস্থিতা
শ্রদ্ধারূপেন সংস্থিতা
দয়ারূপেন সংস্থিতা
জীবনী শক্তি রূপেন সংস্থিতা।।
*********************************************************
শ্রীমতী কঙ্কনা সেনকঙ্কনা সেন পরিচিতি
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা – শিক্ষকতা।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!