“সুধীর কুমার দত্ত স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা” র আহ্বানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত যোগদানে আমরা অভিভূত ৷ তাঁদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। চারজন বিদগ্ধ বিচারকদের বিচারে প্রথম তিনজন বিজয়ীদের নাম ঘোষিত হলো ৷ তাঁদের জন্য রইলো হার্দিক অভিনন্দন ও শুভকামনা ৷ যথাসময়ে তাঁদের পুরস্কার প্রদান করা হবে এবং আগামী বসন্ত সংখ্যায় তাঁদের গল্প প্রকাশিত হবে ৷
জলি চক্রবর্তী শীল পরিচিতিঃ
পেশাগতভাবে একজন কম্পিউটার অপারেটর একটি সওদাগরী আপিসে। নেশা বই পড়া এবং কিছু লিখতে চেষ্টা করা। জলির লিখতে ভালো লাগে সেইসব প্রান্তিক মানুষদের নিয়ে, জীবন যাদের কাছে প্রাত্যহিক লড়াইয়ের নাম। এক টুকরো রুটি বা এক থালা ভাতের কদর যেখানে সবচেয়ে বেশি সেইসব মানুষদের সুখ-দুঃখ-বেদনা-ভালোবাসার দৈনন্দিন গাঁথাই জলির লেখার উপজীব্য।
মনি ফকির পরিচিতিঃ
মণি ফকিরের জন্ম শিল্পনগরী বার্ণপুরে। সাহিত চর্চার অভ্যাস ছাত্র জীবন থেকেই। অনুপ্রেরণা মা ও মামার কাছ থেকে। প্রথম কবিতার বই *মণি ফকিরের পদাবলী* প্রকাশিত হয় ২০১৮ পূজোয়। গল্পকারের মূল বৈশিষ্ট্য তার গল্প বোনার ও বলার সাবলীল ধরন। গল্পের শেষে কিছু না বলা কথার প্রচ্ছন্ন ঈঙ্গিত মানুষকে ভাবতে বাধ্য করে।
সুলগ্না চক্রবর্তী পরিচিতিঃ
সুলগ্না চক্রবর্তী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাষ্টার করলেও ভালোবাসার জায়গা হলো সাহিত্য ও ইতিহাস। বিভিন্ন পত্রপত্রিকা, রেডিওতে সুলগ্না চক্রবর্তীর প্রবন্ধ, গল্প, কবিতা এসেছে। ফ্রান্স ও ইংল্যান্ডের প্রজেক্টেও কাজের অভিজ্ঞতা আছে।