সেই নারী
ডঃ অনুপ দত্ত
সেই এক পুরুষ যে ঈশ্বর মানে না, সে কাঁদে অন্তরে
বয়ঃসন্ধি কালে উষ্ণ রঙ মাখানো কোনও এক বিকেলে
সেই পুরুষ সবে’তে রঙ চড়ায়, দ্যাখে সব
সাঁঝ–লাগা বিকেলে৷
৹
সেই এক পুরুষ যে ঈশ্বর মানে না,সে কাঁদে অন্তরে
করতালি দিয়ে কেন হেসে ওঠে
জটা–খোপা বোষ্টমী হরিদাসী গানে, ঢলে পড়লে
হেঁটে যায় আঁশজলে উলঙ্গ কাপড়ে
যেন অশুচি নিষ্ফলা সব,রেখেছে মানত্
অনন্ত সব পাথর ও পাথরে৷
৹
সেই এক পুরুষ যে ঈশ্বর মানে না,সে কাঁদে অন্তরে
হে পুরুষ,তুমি পালাও
তবে পালাবার আগে বলে দিয়ে যাও
কেন তুমি ঈশ্বর মানো না
শয়তান’ও মানে জানি… কারণ
শয়তান ও তোমাদের মাঝে যে ঈশ্বর
সে বড় কঠিন,এবং
তিনি সেই নারী!
*****************************************
ডঃ অনুপ দত্ত পরিচিতি:
কবি অনুপ দত্ত-র জন্ম কালীতলা হাট, বগুড়া শহর, বাংলাদেশ৷ ওপার বাংলায় ইশকুল শেষে বিশ্ববিদ্যালয় ডিগ্রী দার্জিলিং থেকে৷ পি.এইচ.ডি. থিসিসের কাজ এবং কর্মস্থল শুরু উত্তরবঙ্গ, বীরপাড়া ডুর্য়াসে৷ বহুজাতিক কোম্পানি থেকে অবসরপ্রাপ্ত এই বিজ্ঞানী বর্তমানে নিজের স্থাপিত ফার্ম, “মিলিকন কনসালটেন্সি এন্ড ড্রাগ ডেভেলপমেন্ট”-এর কাজে যুক্ত৷ কবি অনুপ দত্ত-র প্রথম কাব্যগ্রন্থ…”কবিতার পুরুষ ও স্বজনেরা“৷ মাঝে নবীন কবিদের নিয়ে উত্তরবঙ্গ শিলিগুড়ি রেডিও তে কবিতা আসর জমাতেন। ঠিক তারপরেই উত্তরবঙ্গের বাছাই করা আটজন কবিদের কবিতা-গুচ্ছ নিয়ে সম্পাদনা করেন কাব্যগ্রন্থ “আত্রেয়ী সৈকত”। চাকুরী অন্তে শেষ জীবন এক নতুন ধারা ষটপদী সাহিত্য রচনা “বাংলা লতিফা”-র (ষটপদী) কাজে নিজেকে উৎসর্গিত করেন৷ তাঁর সম্পাদিত “বাংলা লতিফা (ষটপদী) সংকলন কলস” ২০১৫তে কোলকাতায় ও পরে ঢাকাতে উন্মোচিত হয়৷ দ্বিতীয় সংকলন লতিফা (ষটপদী) কলস~ ২০১৬ তে বেগম সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় যাদুঘর, ঢাকায় মোড়ক উন্মোচন ৷ তৃতীয় সংকলন লতিফা (ষটপদী) কলস~ ২০১৭, চতুর্থ কলস~২০১৮ এবং গত বছর পঞ্চম কলস~২০১৯ ‘বাংলা লতিফা (ষটপদী)সংকলন” সম্পাদনা এক নজির স্থাপন করলো৷ এবার ষষ্ঠ কলস~২০২০ প্রকাশের পথে। চার ধরণের কবিতার সমাহার “চতুরঙ্গ” তাঁর নবতম একক কাব্যগ্রন্থ।