অন্ধকারের যাত্রী
অনুপম মাহাতো
অন্ধকারের যাত্রী….
ক্লান্ত হওয়া পথের বাঁকে
তোমার বাড়ি,
অনন্ত পথের রসদ আমার
স্বপ্ন দেখা নিঝুম রাত্রি;
তোমায় আড়ি!
চোখ ভারি হওয়ার ব্যামো,
পিছুটানের বদভ্যাস
এবেলা ছাড়ি;
অগোছালো গল্পগুলো জড়িয়ে
হঠাৎ কোনোদিন স্বপ্ন হয়ে নেমো;
থামবে ঘড়ি;
খালি পায়ে কাঁকর চোবানো শব্দে
বন্ধ চোখে আলতো হেসে সুখের যত
দুখের সাথে আড়ি।
আবার কোনো শীতের শেষের রাত্রি,
আসি বন্ধু,….
অন্ধকারের যাত্রী….
**************************************