Shadow

মহাশ্বেতা – বন্দনা মিত্র

ছবি বি সরকার

মহাশ্বেতা

বন্দনা মিত্র

বসন্ত পঞ্চমী রাতে ব্যস্ত স্টেশনে
দেখেছি বালিকাটিকে।
দেখেছি আলোর নীচে একমনে
ঝুঁকে পড়া একাগ্র শরীর,
খোলা বই, বাসি কাগজের কাটা খাতা।
ভ্রূকুঞ্চিত উজ্জ্বল বাদামী মুখে
পলাশরেণুর মত গুঁড়ো মাখা
জ্ঞা পূর্বক সন প্রত্যয়।

প্রত্যয় দেখেছি আমি অপুষ্ট চিবুকে তার,
শক্ত পেন্সিল ধরা শীর্ণ হাতে
দেখেছি অদৃশ্য বীণা, অনুপম মীড়
চোখের আড়াল করা দেদীপ্য ত্রিনয়ন –
বসন্ত পঞ্চমী তিথি, শীতার্ত সন্ধ্যায়
দেবীকে দেখেছি আমি
স্টেশনের ম্লান আলো মেখে
সকরুণ জ্ঞানস্বরূপিনী।

চলন্ত জানলা থেকে কৌতূহলে প্রশ্ন করি,
“কে তুমি! কি নাম তোমার?”
উচ্ছল কৌতুক স্বর দূর থেকে ভেসে আসে
“সরস্বতী মুর্মু বটে।”
****************************************


বন্দনা মিত্র পরিচিতি
পেশায় প্রযুক্তিবিদ,ধাতুবিদ্যা নিয়ে পড়াশোনা। একটি পাবলিক সেক্টর সংস্থায় কর্মরতা। ঘোরতর সংসারী। শখের খাতিরে লিখতে শুরু করে এখন ওটা প্রাণের তাগিদ হয়ে গেছে। তাছাড়া বাদ বিচার না করে বই পড়া, বই কেনা, ঘুরে বেড়ানো, আড্ডা মারা ভালো লাগে।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!