Shadow

সম্পাদকীয় (বসন্ত সংখ্যা) – দেবদত্ত বিশ্বাস

Debdatta Biswas

সম্পাদকীয়

দেবদত্ত বিশ্বাস

কৃষ্ণচূড়া আর পলাশ আর শিমুল বনের রঙ বার্তা এনেছে বসন্ত এসে গেছে। দূরন্ত শীতলতার পর মৃদু মন্দ বাতাস রিনরিন করে অনুভবে আনছে বসন্তের আমেজ।  প্রাকৃতিক নিয়মে বসন্ত নতুন রঙের সম্ভার নিয়ে আসে।ফাগের রঙে রাঙিয়ে তোলে ত্রিভুবন। ফুল ফোটে,পাখি  গায়। কিন্ত এবার এ কোন বসন্ত এলো ?অজানা মারণ ভাইরাসের আতঙ্ক কাটিয়ে একটু একটু করে যখন স্বাভাবিক হচ্ছে জীবন, তখনই  প্রকৃতি বড় নির্মম হলো। কালের নিয়মে বজ্রবর্ষণ হলো আমাদের মনের ওপর। এই বসন্তে হৃদয় শূণ্য করে ঈশ্বর ডেকে নিলেন মা সরস্বতীর দুই রূপকে। স্তব্ধ করে দিলেন দুই কোকিল কণ্ঠীকে। লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায় পাড়ি দিলেন সুরলোকে। সুরসৃষ্টির দুই প্রজন্ম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং কভি অলবিদা না কহেনার জনক বাপ্পী লাহিড়ি অলবিদা জানালেন।
সত্তর আশির দশকের কথা মনে পড়ে যায়। কলকাতা ময়দানে দুই’পা দিয়ে  ঝঙ্কার তোলা ছিপছিপে,দীর্ঘাঙ্গ,সুকন্ঠী ফুটবলার সুরজিৎ সেনগুপ্তও চলে গেলেন। এ যেন প্রকৃত অর্থেই রোদন ভরা বসন্ত। আমাদের পরিবার এঁদের শ্রদ্ধা জানায়।
কুলায় ফেরা যাঁর চিন্তার ফসল। যাঁর মহান অনুপ্রেরণায় তিল তিল করে ছোট্ট বীজ থেকে আজ যৌবনে পদার্পণ করতে পেরেছে কুলায় ফেরা, যাঁর চিন্তনে সাহিত্যের সীমানা অতিক্রম করে সংস্কৃতির বিভিন্ন কলায় ডানা মেলতে পেরেছে কুলায় ফেরা, সর্বজন শ্রদ্ধেয় সেই মহান এবং বিশিষ্ট  শিক্ষক, সংগ্রামী সমাজকর্মী  শ্রী নিখিলরঞ্জন বিশ্বাস মহাশয় গত ১৭ জানুয়ারি, ২০২২ সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেছেন। রেখে গেছেন তাঁর দুই কৃতী সন্তান এবং সন্তানসম অগনিত ছাত্রছাত্রী, গুণগ্রাহী এবং তাঁর আদর্শ ও কাজ। তাঁর প্রয়াণে আমরা শোকাহত। তাঁকে প্রণাম জানাই। চির বিশ্রামে তিনি শান্তিতে থাকুন,এই কামনা করি। তাঁর কর্মে তিনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের অন্তরে, কুলায় ফেরায়।
অনেক প্রতিবন্ধকতার মধ্যেও কুলায় ফেরা তার অগ্রগতি অক্ষুন্ন রাখতে পেরেছে।আপনাদের ভালোবাসা,সমর্থন আর সহযোগিতা  ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। প্রথমবার বসন্ত সংখ্যা প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কুলায় ফেরার সকল স্তরের লেখক লেখিকা,পাঠক পাঠিকা, সামনে এবং নেপথ্য থেকে নিঃস্বার্থ সাহায্য করছেন যাঁরা,তাঁদের প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ কুলায় ফেরাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে,এই আশা রাখি।
Debdatta_Biswas_Sign-trans

error: বিষয়বস্তু সুরক্ষিত !!