বইমেলা
শচীদুলাল চট্টোপাধ্যায়
বইমেলাতে বই খুঁজি না
চপকাটলেট আবার কি
এধার ওধার ঘুরছি সবাই
দুই ঠোঁটেতেই হা হা হি।
মাথায় ধুলো জামায় ধুলো
ধুলোয় বৃন্দাবন
ঢুকছে নাকে ধুলোয় ধুলো
নাচছে তবু মন।
হঠাৎ যদি বন্ধু মেলে
জোরসে তাকে চেঁচিয়ে বলি
কেমন আছিস ওরে
সময় কাটে মেলার মাঠে
সন্ধ্যা নামে ঝুপ
বাড়ির পথে যে যার মতে
নেই কথা নেই চুপ।।
__________________
গঙ্গাফড়িং
ঘাসের মাথায় গঙ্গাফড়িং
তার মাথাতে হিম
গঙ্গাফড়িং গঙ্গাফড়িং
তুই কী পাড়িস ডিম?
লাফাস ঝাঁপাস দ্বিগুণ হাঁফাস
সুড়সুড়ি দিস ঘাড়ে
এবার আমি বাঁধব তোকে
কেই বা তোকে ছাড়ে?
দুষ্টুমিটা দে ছেড়ে দে
হাতটা বোলাই গায়ে
চোখটি বুজে নাড়বি মাথা
সবুজ বনের ছায়ে।।
***********************************
শচীদুলাল চট্টোপাধ্যায় পরিচিতিঃ
মানকুন্ডু স্টেশন রোড,চন্দননগর,হুগলি নিবাসি। পেশায় চিকিৎসক। নেশায় ছড়াকারও কবি। প্রকৃতি প্রেমিক এবং মানবদরদী। চিকিৎসক হিসাবে এক দৃষ্টান্ত। শিশুচিকিৎসক এবং চর্ম বিশেষজ্ঞ ডাঃ বাবু। উদার হৃদয় এক যথার্থ মানুষ। দীর্ঘদিন ধরে তিনি সাহিত্য চর্চা করে চলেছেন। তাঁর প্রকাশিত বহু কাব্য আছে ।