“ ইচ্ছে “
শ্রুতি দত্ত রায়
ইচ্ছে করে তোমাকে পাশে নিয়ে চলে যাই বহুদূর _
ঠিক যেখানে তিস্তার ধূসর সীমাহীন চরের কেবলমাত্র শুরু,
সেখানে রাতের বেলা যখন গোটা পৃথিবী নিঝুম,
তোমার কালো চুল ও নীল শাড়ির আঁচলে যাব হারিয়ে।
নিজেকে কিভাবে হারাতে হয় সে শিক্ষা দেবে আমাদের চাঁদ আর আকাশের তারাগুলো।
আর নদীর চুমকি বসানো জল শেখাবে আমাদের ভালবাসতে।
এভাবেই নিজেদের একে অন্যের মাঝে হারিয়ে ফেলতে ফেলতে
খোলা আকাশের নীচে বালিময় জমির উপর দাঁড়িয়ে
আমরা দুজনে পাঠ নেব ভালবাসাকে কিভাবে নিবিড়ভাবে ভালবাসতে হয়।
************************************************************************
” বছর সতের পরে “
শ্রুতি দত্ত রায়
আজ থেকে বছর সতের পরে আবার ,
হঠাৎ যদি দেখা হয় তোমার আমার –
আকাশের মত উদার চোখ দুটি তুলে
দৃষ্টি দানে সিক্ত করবে না কি ভুলে ?
আমিও হয়তো শারদ রাতের মত কোমল –
জ্যোৎস্না মাখা চোখে একটু সজল ,
শিউলি বোঁটার রঙটি ঠোঁটে ছড়িয়ে
স্বচ্ছ হাসির আড়ালে টুকরো বেদনাটুক এড়িয়ে
বলব, ” ভাল আছ?”
আজ থেকে বছর সতের পরে আবার
হঠাৎই যদি দেখা হয় আমার তোমার।।
**************************************
শ্রুতি দত্ত রায় পরিচিতি:
সুন্দরী ডুয়ার্সের মফস্বল শহর জলপাইগুড়িতে জন্ম এবং বেড়ে ওঠা। পেশায় সরকারি বিদ্যালয়ের ভাষা সাহিত্যের শিক্ষিকা। ভালবাসেন গান শুনতে, বই পড়তে, ডুয়ার্সের প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে। আর গান গাইবার মধ্যে খুঁজে পান মুক্তির স্বাদ।