Shadow

কু উ… – দেবাশিস দণ্ড

PC: বাংলাপিডিয়া

কু উ…

দেবাশিস দণ্ড

ভাড়া বাসায় সবটুকুই ভাড়ার
ভাড়া করা জানালায় ভাড়া করা আকাশ।
আকাশের গায়ে যত নকশা–সব ভাড়া করা।
সুখি আজ জানালার পর্দাটা সরিয়ে দিতেই
ফাগুন আলোয় সারা ঘর তছনছ।
বুড়ো জামরুল গাছটায় আজও এসে বসেছে
পাজি কোকিলটা।
রাজার ব্যাটা সুখিকে দেখামাত্রই ডেকে উঠল-কু উ…
সুখি বলতে গেল,যাহ!
বলা আর হল না,সুরে এমন ঝিমধরা মৌতাত।
কোকিলটা কালও এসেছিল। পরশুও।
সুখি জানালা খুলতেই ডেকে উঠেছিল – কু উ…
সুখি ভাবে,পাখিটা রোজ রোজ কু গায় কেন?
পাখিটা বড্ড অলক্ষুনে।
দু-একটা উড়নচণ্ডী মেঘ টলতে টলতে যাচ্ছে
শিমুলদুয়ার থেকে পলাশদুয়ার।
মোদো মাতাল বাতাস মুখ থুবড়ে পড়ে আছে
শালগাছের গুঁড়িতে।
সারা গায়ে লাল মোরাম মাখামাখি।
রাজার ব্যাটা সুখির দিকে গ্রীবা ঘুরিয়ে তাকাল
ফিক করে হেসে উঠল-কু উ…
খসে গেল আঁচল
খসে গেল হাজার হাজার হলুদপাতা।
থৈ থৈ সুরে রোদ্দুরে ভেসে গেল পৃথিবীর সব পাড়া।
সমস্ত লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে
সুখি সাড়া দিল-কু উ…
এক মানবকন্যা কোকিলা হল।
**************************

দেবাশিস দণ্ড পরিচিতিঃ
জন্ম ২০ আগস্ট ১৯৬৭, পেশা শিক্ষকতা। ১৩ বছর বয়সে বাবার দেখাদেখি কলম ধরা। এপার ওপার দুই বাংলার বহু বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্রিকায় কবিতা প্রকাশিত। আঞ্চলিক উপভাষায় লেখা অসংখ্য কবিতা রয়েছে, যেগুলি বাচিকশিল্পী মহলে সমাদৃত। শালবেলা, আমরা দুজন একটি গাঁয়ে থাকি, শনি ঠাকুর রবি ঠাকুর, ব্যইললে হবেক?, মিঠে কথা মেঠো সুর ইত্যাদি কবিতার অ্যালবামগুলি দারুণ জনপ্রিয়। জি বাংলা, ইটিভি বাংলা, ডিডি বাংলা ইত্যাদি বেশ কয়েকটি প্রথম শ্রেণীর টিভি চ্যানেলে কবিকন্ঠে কবিতা পরিবেশিত হয়েছে। প্রকাশিত কবিতার বই : ঠোঁটকাটার নোটবুক, ঝাড়ের বাঁশ, শব্দ শতাব্দ, বনফুল ইত্যাদি। 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!