নারীদিবস
সুজয় কুমার দাশ
সকালে উঠে দেখি মার্চ ৮ ।
সব মন মিলে ব্যস্তবাগীশ প্ল্যান-প্রোগ্রামে ।
এক মন ভাবে খসড়াটা লিখে ফেলি —
জনপ্রিয় সান্ধ্য চ্যানেল শো ।
অন্যজনা কথা সাজায় সোশ্যাল মিডিয়ায় ।
বাঁয়া তবলায় বোল ওঠে, রিনঝিন গীটারে ।
আদেখলাপনা সর্বত্র —
এঁদো গলি থেকে পদাধিকারীর জিভে ।
আমিও কিছু কম যাই না —
সারিবদ্ধ মিথ্যা শব্দ বুনছি দিনপঞ্জি দেখে,
শুধু অন্তর্যামীর চোখে দূরবীক্ষণ —
কলিনারীর স্থান যে কোনখানে ?
**********************