আলোকিত শিশমহল
সুমিত্রা পাল
পুরানো কাসুন্দি তো রোজই ঘাঁটি
আজ দেখি বিস্মৃত এক অধ্যায় জুড়ে
জটিল অক্ষরবৃত্ত-
আমারই নিরুচ্চারিত ভাবনার প্রতিফলন ।
ঐতিহাসিক সব রাস্তাগুলি জট পাকায়
অলিন্দে অলিন্দে, কক্ষের জাফরিগুলিতে
পূর্ণিমার চাঁদ আর বিসমিল্লার সানাইয়ে
অপূর্ব যুগলবন্দি
আটপৌরে জীবনের কোণে কোণে ছিটিয়ে দিচ্ছে
বিশল্যকরণী বারি ।
প্রতিবিম্ব থেকে প্রতিবিম্বে জেগে ওঠে যত জড় চেতন
সহসা আমি যেন এক আলোকিত শিশমহল ।
****************************************
অণু তিন
সুমিত্রা পাল
উত্তরণ
পেতে দিয়েছি হৃদয়- দুঃখ দাও
দুঃখের ঘড়া পূর্ণ হলে অমৃত পরিবেশিত হবে
সামান্য এই জীবন অসামান্য হয়ে উঠবে।
জীবনের পাঠ
মন জুড়ে ফুটেছে শালুক-শাপলা-পদ্ম-কুমুদ
অথচ ভাগ্যের আকাশে বেলা-অবেলা, মঘা-অশ্লেষা’র উৎপাত
প্রতি পদক্ষেপে নিত্য-অনিত্যের সহবাস
জীবনের বিচিত্র ধারাপাত।
অব্যক্ত
বুকের ভিতর চাপা থেকে থেকে
কথারা একদিন মূক হয়ে যায়
অশ্রুনদীতে গোঙানো ব্যথা শুধু ঢেউ ভেঙ্গে যায়।
******************************************
লেখক পরিচিতি
নাম – সুমিত্রা পাল
জন্মস্থান-শিলচর ।
ইংরেজি অনার্স নিয়ে স্নাতক ও কানপুর বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।
বর্তমান অবস্থান-কলকাতা ।
প্রকাশিত গ্রন্থ-
১) “ম্যাগনোলিয়া হৃদয়”/কাব্যগ্রন্থ , ২) “ধোঁয়াশায় অচেনা বৃষ্টি”/ গল্প সংকলন(২০১৩) , ৩) অমৃতমন্থন/ কাব্যগ্রন্থ (২০২০) ।
পুরস্কার- গল্প সংকলন “ধোঁয়াশায় অচেনা বৃষ্টি”র জন্য ”আরাত্রিক” সাহিত্য পত্রিকা আয়োজিত ডলি মিদ্যা স্মৃতি সাহিত্য পুরস্কার এবং “আত্মদ্রোহ” পত্রিকা আয়োজিত আত্মদ্রোহ সাহিত্য সম্মান পুরস্কার প্রাপ্তি।