চিঠি
দেবযানী সান্যাল
:আজকাল নিজের সাথেই মজা করে লুকোচুরি খেলি:
এই ধরো,কোনো এক শীতের নির্জন দুপুরে,
ঠিক যখন রাতের চেয়েও নিঃঝুমতায় খান্ খান্ চারিদিক;
ওই যে, যখন “দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয়
বেগনি রঙের শাড়ি”। ঠিক তখনি,চুপি চুপি পা ফেলে পোস্টম্যানের
চলে যাওয়া দেখেই মনে পড়ে যায়–সেই কতোদিন আগে যেন আমাদের
ডাকবাক্সটাও জ্বলজ্বল করে উঠতো নীল রঙের আভায়!
ঢিপ্ ঢিপ্ করা বুকের মাঝে তাকে যত্নে নিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতাম,
আসুক না সেই গভীর রাতটা যখন এক-একটা অক্ষর হাজারটা কোহিনূর
হয়ে জ্বলে উঠে আলোকিত করে দেয় সবকিছু !!
তখন আমি নিজেই যেন এক সাম্রাজ্যের অধীশ্বরী,সাক্ষী ছিল হাজার হাজার-তারার ক্যানভাস।
এখন খুব ধীরে ধীরে নামছে গোধূলি-বিহান।
বাতাসের মৃদু-হিমেল ছোঁয়ায় ফিরছে দিনমনি।
অন্য কোনো দূরের দেশের অন্তরীক্ষে দিন-সমাগত প্রায়–
ঠিক তখনই “সিন্ধু-বারোয়াঁ”র তান ঘিরে আমার সমস্ত যাপন মধুরতা পায়–
সারাদিন ধরে জমতে থাকা শব্দের বিষবাষ্পগুলো সরাতে সরাতে
খুঁজে চলি সেই “কিনু গোয়ালার গলি” র চির চেনা হরিপদ কেরাণিকে—
যে তার সুরহারা গানখানি সত্য করে তুলেছিল
ধলেশ্বরী নদীর অনন্ত প্রবাহের মাঝে–
আমারই মতো করে গড়ে তোলা—কোনো এক
অমরাবতীর কাল্পনিক মায়াপ্রাসাদের দূর-ধূসরতায়।
*********************************************
চন্দ্রাহত
দেবযানী সান্যাল
দেখেছ কি ?
পূর্ণিমা রাতের ভরা কোটালে মেঘেরা যখন
চাঁদের মুখের পরে স্বচ্ছ আবরণের প্রিয়
খুনসুটিতে মাতে !! নিঃসীম চাঁদরাতে!!
দেখেছি আমি……. .
শুনেছ কি?
চাঁদভাসি বন্যার থম্ ধরা কোজাগর-রাতে
রাত-পরীদের হাসির আওয়াজ !!
আর মায়াবী গাছের ওপর হাওয়াদের উড়ে চলা !!
শুনেছি আমি…… .
শিখেছ কি?
চাঁদটা যখন ডুবতে থাকে আরো আরো গভীরতায়
ঠিক তখনি লুকিয়ে রাখা ইচ্ছেডানা দু’টো মেলে
রাত-পাখি হয়ে প্রতিরাতের অজানা উড়াল !!
শিখেছি আমি…………
যে রাতগুলো ঘিরে ঘিরে কথার মালা গেঁথেছিলাম,
যে গভীর সুষুপ্তিতে হারেমের প্রতিটি,প্রতিটি কোণ
দেখেছিল,—নিবিড় প্রেমের অসহিষ্ণু সীমাহীন আবেগ !!
আতর ও মখমলি ধূপের গভীর আবেশে বিভোর হতে হতে তোমাকে লজ্জায় বিব্রত করেছিলাম।
সেই নীরব,নিভৃত হারেমের প্রতিটি ইঁট-পাঁজরের বুকে গাঁথা হয়েছিল ;
আমার,তোমাকে দেওয়া প্রতিশ্রুতির প্রতিটি শব্দের বিহ্বল আবেগ !!
জানি,তার বেশিরভাগই আমি রাখতে পারি নি।
############################
ভীষণ ভাল লাগল। যেন চারিদিকে জ্যোৎস্নার রামধনু সৃষ্টি করলেন।