দাম্পত্যের হেমলক
পরিমল মেয়ূর
হেমলকে নেশাগ্রস্ত দম্পতি,
নাকি,দাম্পত্যের গভীরে ডুবে যাওয়ার কয়েক ফোঁটা হেমলক!
সাপের ছোবল!
চোখের নীল দীঘিতে ডুবে যাওয়া,
নাকি,অশ্রুর নীল লোনা জলে ডুবে ডুবে জল খাওয়া!
গোলাপি লাভ বাইটের শিরশিরে হিল্লোল!
ছাতের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে তোমার কিশোরী বেলার প্রেম,
নাকি,প্রেমে প্রেমে পায়ে পায়ে পুজো প্যান্ডেল!
ধরা পড়া ভালোবাসার ভীষন কোলাহল!
চমকে তাকানো প্রেমে না প্ৰপোজে,
নাকি,তাকিয়ে চমকানো ভরসা মন্থিত সাগরে!
মন্দারের নিংড়ে নেয়া দাম্পত্যের হলাহল!
কথায় কথায় শুধুই মিষ্টি সোহাগ,
নাকি,সোহাগে সোহাগে কথার পিঠে মিঠে মিঠে কথা!
নির্ভরতার দাম্পত্যের কলরোল!
তুচ্ছ অভিমানের সাংসারিক খুঁটিনাটি,
নাকি,খুঁটিনাটিতে লেগে যাওয়া কয়েকটি জটিল গিঁট!
খুনসুটিতে খুনে হাসির হাস্যরোল!
আজ মোহনায় শান্ত-উত্তাল উদ্দাম নদী,
নাকি,জীবন ছন্দে পরিণত সুগভীর শান্ত উদ্যম!
থেমে গেছে হট্টরোল!
প্রভু,দাও পেয়ালা ভরে দাম্পত্যের হেমলক,
দাম্পত্যের নীলকন্ঠ নেশায় ফোটে জীবনের কোরক!
প্রভু,হৃদয়ে সদাই যেন প্রার্থনার দে দোল-দোল দে দোল-দোল।
**************************************