বর্ষা বরণ
বর্ষা সাহা
মেঘ বরণ কন্যা আমার রূপে রূপবতী,
ভোরের আলোয় দস্যি মেয়ে,সাঁঝের আলোয় পার্বতী…
রূপের ছটায় এলি ফিরে অসীমের এই বঙ্গদেশে,
রামধনু-রঙে না রাঙালে তোকে কি মানায় বর্ণহীন বেশে….
অসীম সাগরে ঢেউ লেগেছে হে সমুদ্র কন্যা,
মায়াবী রূপে বৃষ্টি ভাসায় উথাল পাথাল বন্যা….
বাতাসের দোলায় বৃষ্টি-ছন্দে মন হয়ে ওঠে রোমাঞ্চিত,
ডালে ডালে কোকিলের কুহুতানে এমন হয় গুঞ্জিত…..
বর্ষা রে,তুই আছিস বলে এ বঙ্গ দেশের সূচনা,
মনের সাথে আপন মাধুরী মিশিয়ে করেছি তোরে করেছি রচনা…….
***************************************
“বসন্ত বিলাপ”
বর্ষা সাহা
বসন্তের ছোঁয়ায়….
ভোরের স্নিগ্ধতায়….
উত্তুরের মিষ্টি হিমেল হাওয়ায়….
দীপ্ত কুয়াশার স্পর্শে…
এ জীবন বর্নে গন্ধে রঙীন হয়ে যায়…..
মনের সুপ্ত বাসনা গুলো আবিরের ছোঁয়ায় পূর্ণতা পায়….
রোমাঞ্চ ভরা আবেগ গুলো শীতের কুয়াশার চাদরে না হয় ঢেকে থাক…..
আগামী মেঘেভাঙা রামধনুর রঙীন স্বপ্ন অন্য পথে না চলে যায়…..
আবিরের সুমিষ্ট গন্ধে ,রঙীন রঙের আবহে,দীপ্তবান যৌবনে সদ্য পা দেওয়া!
বনের রাত জাগা পাখিরা চোখ ধাঁধিয়ে যেন রাস্তা না হারায়…..
বছরের পর বছর ধরে রঙীন ধরনী জেগেছে পাহারায়…
বসন্তের মত্ততার খেলায় ভুবনবাসীর কে বা হার মানায়….
**********************************************
নাম– বর্ষা সাহা (এম.এ,বি.এড),
ঝাড়গ্ৰাম।