বিপন্ন সবুজ
ধ্রুবজ্যোতি চক্রবর্তী
বেশ কিছু গাছ
ভেঙে গেছে কাল ঝড়ে
ওরা আমাদের
সবুজ বন্ধু ছিল
ছায়া দিত,বাতাস
তপ্ত নিদাঘে
ঋতু আবর্তে
ফুলে ফলে সুশোভিত ।
ঝড়ে বুক পেতে
দিয়েছে বরাভয়,
জলোচ্ছ্বাসে
রুধেছে মাটির ক্ষয়,
দূষণ সরায়ে
প্রশ্বাসে দিত প্রাণ,
কত পাখিদের
আশ্রয় কলতান,
নিঃস্বার্থ ভাবে
যারা দিয়ে গেছে শুধু
তাদের রক্ষায়
ভেবেছি বা কতটুকু?
বেশ কিছু ক্ষতি
হয়ে গেছে কাল ঝড়ে
কত প্রাণ গেছে,
কত ঘর গেছে পড়ে,
তাদের হারায়ে
ব্যথায় কাঁদে পরাণ
ভুলে যাই শুধু
সবুজের অবদান।
****************************
ধ্রুবজ্যোতি চক্রবর্তী
কবি গল্প লেখক ও আবৃত্তিকার । এছাড়াও নাট্যশিল্পী ও নাট্যপরিচালক