দেবব্রত বিশ্বাস
দীপন মিত্র
হারমোনিয়ম জানত তাঁর ছিল এক গর্বিত পাহাড়
পাথরের বুকে রুদ্ধ শুদ্ধ স্বচ্ছ রবি-গীতিধারা
মোটরবাইক গন্ধ পেত পেট্রোলের বসন্ত বাহার
সিগন্যালহীন রাতে বেজে উঠত দরবারি কানাড়া
সেদিন কলকাতা ছিল আকাশভরা সূর্য, তারা
শরীর সোনালি বিন্দু ভরা তাঁর বেলোয়ারি ঝাড়
বৃষ্টির ফোঁটায় ভর্তি বৃক্ষের পল্লবঘন বুক
পাথরে খোদিত স্বর আমাদের কাঁধে রাখত তাঁর
প্রগাঢ় গহন হাত – অভিমানী দুঃখহারা ভুখ
আলিঙ্গনে মুছে যেত; – তাঁর ছিল প্রেমের অসুখ
হিমালয়কে কি ঈর্ষা করা যায়? ছোটো করা যায়?
সাগরের কণ্ঠ আদৌ কখনো কি রুদ্ধ করা যায়?
****************************************************
গীতা ঘটক
দীপন মিত্র
গীতা ঘটকের মত ছোট এক মেয়ে চিরকাল
বাংলার আকাশে নৃত্য করবে, গাইবে রবীন্দ্রগীতি
বুড়ো চোখে মাখবেন গাদা গাদা কাজল, সুরমা
মুখভঙ্গি তীব্র, মগ্ন অথৈ জীবন কারো কাছে!
সেই ছোট মেয়ে যেই করে গান, মেঘ ডেকে ওঠে
মানুষকে ভালোবেসে ঘরে ফেরে গরু – বৃষ্টি নামে
গাছপালা নাচানাচি, চান করে নুয়ে – ঝুঁকে, বেঁকে
চড়ুইরা ভেজে ডালে চুপচাপ, আরো কতো পাখি
বাড়িঘর, ল্যাম্পপোস্ট, রাস্তাঘাট, নৌকারাও ভেজে
নিতান্ত নরম হয়ে কান পাতে মোবাইল টাওয়ার
এলিয়ে দুলিয়ে মাথা, খোলা চুল, অলকে কুসুম
গান ভাসে দশদিশে – পথে, গৃহে, বিবাহ-বাসরে
এ কেমন আবদার করা গান, আকুলি-বিকুলি
হয়ে ডাকা? এ কেমন চাওয়া-পাওয়া উন্মাদিনী মেয়ে!
****************************************************************************************************