শূন্য বালুচর
সুপ্রিয়া মুখার্জী
স্বপ্নের বুক চিরে আসা
শাঁখ উলু ধ্বনিত হল চারিদিক
জন্মটা নাকি সার্থকতা পেল
সত্যিই পেল কী?
যখন ছিলে ক্ষুদ্র,দন্ডী হয়ে দন্ডায়মান ছিলাম
পাশটিতে।
হঠাৎ ঝাঁকড়া চুল উড়িয়ে
ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এল
এক ঝাঁক হাওয়া।
পড়ে গেলাম। অর্ধভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছি
ছাড়ি নি হাতের দন্ডী
সেটাকে ছাতার মতো ধরে আছি
রোদ,বৃষ্টি,ঝড় সবকিছু থেকে বাঁচাব বলে।
খুঁজতে আমাকে
পিপাসার্ত মানুষ যেমন খুঁজে নেয় জলস্রোত।
আর বোধহয় খুঁজবে না,খুঁজো না।
বুকে আমার রুদ্ধ কান্নার ভার
ছিন্ন আশার রেশ নিয়ে অপেক্ষায় থাকি
বশে আনতে চেষ্টা করি নিজেকে
কোথায় হারিয়ে যাই সাজানো কথার মায়াময় চত্বরে।
জানি না কবে ভরবে আমার এই শূন্য বালুচর।।
********************************************
সুপ্রিয়া মুখার্জী চন্দননগরের বাসিন্দা। কবিতার সঙ্গে পথ চলা শুরু বেশ বড় বয়সেই। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসেন।