Shadow

কেন এমন? – অর্চনা মহান্তি

p.c. Pinterest

কেন এমন?

 অর্চনা মহান্তি

আন্তরিক আলাপচারিতায় প্রায় প্রতিটি মানুষের গোপন হৃদয় থেকে ঝরে পড়ে মনখারাপের হলুদ পাতা
জটিল জীবন-গণিতের না মেলা কঠিন সব পাটিগণিত ।
শুধু মেলে ধরুন নিজের “কানু গোয়ালার গলির” জীবন বৃত্তান্ত, অকপট স্বীকার উক্তিতে
দেখুন অপরপক্ষের  “ফুল্লরার বারোমাস্যা” ছিল  ঝরারই অপেক্ষায়, ক্ষোভ উদগীরণের মুহূর্তে
শুধু প্রয়োজন ছিল একটু সমবেদনার কড়া নাড়ার।
কেউ এখন অন্তর থেকে ভালো আছি বলে না বা বলতে পারেনা
একের পর এক তুলে ধরে সঠিকভাবে ভালো না থাকার অসংখ্য ধূসর বৃত্তান্ত
সে দেহে বা মনে
এককের বা পরিবারের।
সহজ কথায় আমরা কেউ আজ সত্যিই ভালো নেই
শুধু ভালো থাকার বিস্তর লড়াইয়ের ভেতর কোন ক্রমে টিকে আছি আপাদ-মস্তক।।
**********************************

অর্চনা মহান্তি পরিচিতি: বাঁকুড়া জেলার হিড়বাঁধ গ্রামে জন্ম। বাবা শ্রী ফণীভূষণ মহান্তি,মা শ্রীমতী সরোজিনী মহান্তি। পারিবারিক ভাবে সাহিত্য পাঠের সুন্দর পরিবেশে বড় হওয়ায় খুব ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী। কলেজ জীবনে লেখায় হাতেখড়ি।
তিন বছর আগে অসুস্থতার অবসাদ কাটাতে আবার কলম হাতে তুলে নেওয়া। ছন্দ,গদ্যকবিতা ও ছড়ায় সাবলীল ভাবে লেখা তিন বছরের ফসল এক হাজারেরও বেশি কবিতা,কয়েকটি গল্প ও রম্য রচনা। তারই কিছু বহু প্রশংসিত কবিতা দিয়ে বই ‘উত্তরণ’ প্রথম প্রয়াস।

 

 

 

                                               

 

1 Comment

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!