Shadow

খুনসুটি  – শর্মিষ্ঠা দাস (মিষ্টি)

p.c. sheroes

খুনসুটি 

শর্মিষ্ঠা দাস (মিষ্টি)

মেঘ – বৃষ্টির ঝগড়া। বৃষ্টি এবার যাকে বলে ক্ষেপে ফায়ার। জানিয়ে দিয়েছে – সে আর ফিরবে না মেঘের কাছে। আসুন,বিষয়টা একটু খুলে বলি।
আসলে,রোদ্দুরের সঙ্গে মেঘের দারুণ বন্ধুত্ব। এদিকে,রোদ্দুরকে একদম সহ্য করতে পারে না বৃষ্টি। আর,এখান থেকেই যত অশান্তির সূত্রপাত।
বৃষ্টি যখন জানায়,সে আর ফিরবে না — তখন মেঘের মুখের স্মিত হাসি বৃষ্টির অভিমানকে আরও বাড়িয়ে দেয়। এরপর এক সন্ধ্যায় মেঘের সঙ্গে বিদ্যুৎ’র হঠাৎ দেখা। কথায় কথায় বিদ্যুৎ বলল – ” কিরে,কি শুনছি মেঘ?? তোরা নাকি আবার ঝামেলা করেছিস!! আর,এবার নাকি বিষয়টা খুব সিরিয়াস?”  কথাটা শুনে মেঘ প্রচন্ড হাসতে হাসতে বললো – ‘চাপ নিস না ভাই। একেবারে বিন্দাস থাক ৷ আসুক একবার কালবৈশাখী। তখন দেখবি তোদের বৃষ্টি কেমন ঝাঁপিয়ে পড়ে তোর এই বন্ধুর বুকে। কারণ, “ঝড়’কে যে আজও ভয় পায় বৃষ্টি”।
কিছুদিন পরে হলোও তাই। কালবৈশাখীর ঐ রুদ্র রূপ দেখে বৃষ্টি এসে আছড়ে পড়লো তার মেঘের বুকে। বলল – ” আমায় এভাবেই বুকে চেপে রাখবি তো মেঘ? সারাজীবন এভাবেই…….”। কিছুক্ষণ চুপ করে থেকে মেঘ বলল – হমমমম। বৃষ্টি ছাড়া মেঘ যে অসম্পূর্ণ,মূল্যহীন”।
শুরু হলো ‘মেঘ – বৃষ্টি’র ভালোবাসার নতুন এক অধ্যায়। আর এর সাথেই দানা বাঁধতে শুরু করল আরও একটা টক ঝাল ‘খুনসুটি’। “মেঘ – বৃষ্টির খুনসুটি”।
************************************

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!