Shadow

তিলোত্তমাকে আমি – পারমিতা গাঙ্গুলী

Pc. Dhaka tribune bangla

তিলোত্তমাকে আমি … 

পারমিতা গাঙ্গুলী


শীতের পড়ন্ত রোদ গায়ে মেখে

দাঁড়িয়ে রয়েছে একলা ট্রাম
রেড রোডের ধার ঘেঁষে
পুরনো ফেলে দেওয়া আসবাবের মত।
একদিন শরীর জোড়া লাস্য ছন্দ আর গর্ব তার
চাকায় জড়িয়ে নিয়েছিল অন্যমনা কিছু কবিতা।
সেইসব ছেঁড়া পাতার বুক থেকে উঠে দাঁড়িয়েছে
আজকের কল্লোলিনী তিলোত্তমা….কলকাতা।
যৌবন সাজিয়েছে চকচকে শপিং মল
ঝকঝকে স্কাইস্ক্র্যাপার আর দুরন্ত মেট্রোরেলে
ট্রামের ছায়া এই অবেলায় আজ দীর্ঘ থেকে দীর্ঘতর।
আমাদেরও চোখজুড়ে সোনালী অতীত
রঙ বদলেছে শহরের, বদলেছে চেনা রাস্তার নাম
বদলেছে ভাষা বদলেছে সংলাপ বদলেছে মনন
আমরাও বদলাইনি কি ?
সিগন্যালে থেমেছে গাড়ি, জানালায় লাল গোলাপ
” নাও না একটা”….অনুনয়…. তাও আমি নিরুত্তাপ।
কাঁচের এপারে ওপারে মিল সে কি সম্ভব আর!
আপাতস্বচ্ছ শহরের ক্রমশ ঘোলাটে হতে থাকা অন্তর
সে  অস্বীকার করেছে পুরনো সব ভার।
তবু ভালবাসি তোমায় তিলোত্তমা …
ভালবাসব আজীবন…..
ভাল থেকো….
হ্যাপি নিউ ইয়ার।।
*********************************
পারমিতা গাঙ্গুলি
পারমিতা গাঙ্গুলী পরিচিতি
গত একত্রিশ বছর জীবনবীমাকর্মী। ছোট থেকে বই পড়ার নেশা। কবিতার সঙ্গেও‌ সেই তখন থেকেই বন্ধুত্ব। স্বামী এবং একটিমাত্র কন্যা সংসার বলতে এই। এর বাইরেও একটি NGO র সঙ্গে যুক্ত। যত কমই হোক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে ভাল লাগে ।

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!