Shadow

পথ – রূপকথা মিত্র

PC – দিলীপ কুমার মিত্র

পথ
রূপকথা মিত্র

যে পথ পড়ে রইলো ফাঁকা,
আঁকলো না কেউ ছাপ
সে পথ প্রতি রাতের শেষে
রাখছে নিজের মাপ!
ভোরের মুখে সেই পথটাই
মাখছে শিশির সুখ
চোখের আড়াল সবটা সময়
যেই পথটার মুখ!
পাহাড় বাঁকের আবছায়া কোণ
কুয়াশাদের উঁকি
সেই পথটার বুকেই মেঘের
নরম আঁকিবুঁকি
সবকিছু ঠিকসেই পথটাই
একমাত্র ভুল
ঠিকের ভিড়ে হারায়নি যার
সদ্য ফোটা ফুল!
সেই পথটা লুকিয়ে একা
পাইন বনের মাঝে
পাহাড় যত গল্প লেখে
তার পাতাতেই সাজে!
অন্য যত পথের ভিড়ে
যে নেই কারুর মনে,
সেই পথটা অভিষিক্ত
মেঘের সিংহাসনে
সে পথ পড়ে রইলো খালি
ফেলল না কেউ ছাপ
জানলো না কেউসেই পথটা
নিজেই নিজের মাপ!
********************************

রূপকথা মিত্র পরিচিতি : আদি নিবাস বর্ধমান,বেড়ে ওঠা চন্দননগরে। বর্তমানে শান্তিনিকেতন নিবাসী। কলা বিভাগে উচ্চমাধ্যমিকের পর বিশ্বভারতীতে “প্রাচীন ভারতের ইতিহাস এবং প্রত্নতত্ত্ব” নিয়ে স্নাতক স্তরের পর,এখন ওই একই বিষয়ে বিশ্বভারতীতেই পড়াশুনা চলছে।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!