এসো ও আনন্দ
দীপন মিত্র
এসো ও আনন্দ,আজ তোমার যেমন খুশি বেশে
গাছে গাছে ক্রিসমাস,লাল নীল টুনি থোক-থোক
টেবিলে টেবিলে মেঘ,বিদ্যুৎচমক যেন কেশে
আলোর চিৎকারে খোলে সরু দরজা,পেন্টিঙের স্ট্রোক
তোমার একশো নাম লিখি আমি মিহি ন্যাপকিনে
ভাঁজ খুলতেই সাদা কপোতেরা ডানা মেলে ধরে
লোত্রেক বেরিয়ে আসে নীচে থেকে,স্বর্ণবর্ণ তৃণে
তারায় তারায় জোড়া স্বর্ণতারে র্যাঁবো নৃত্য করে
হীরের অসংখ্য টুকরো ছড়িয়েছি অতীতের ঘরে
ক্ষয় নেই, মৃত্যু নেই,আসি দস্যুদের কলেবরে
শিমুলপুর থেকে সোজা চলে গেছি বরিশাল
মুক্তিবোধ হেঁটে যান চম্বলের খোওয়াইয়ের ঢাল
অনেক অতৃপ্ত বুক মধ্যরাতে ঘোরে কলকাতা
খিদিরপুর থেকে ছুটে যায় টালার মাথায়।।
***********************************
আপনার প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই একটা অনাবিল আনন্দের উৎস খুঁজে পাই। অসাধারণ।