Shadow

মনে পড়ে – সুপ্রিয়া মুখার্জ্জী

pc. as.m.wikipedia.org

মনে পড়ে
সুপ্রিয়া মুখার্জ্জী

তুমি চলে যাবার পর
রক্তিম পলাশগুলো সব ঝরে গেল।
অস্তগামী সূর্যের শেষ কিরণের মত
তুমি চলে গেলে।
আঁধার গাঢ় থেকে গাঢ়তর হল
রাত্রির নিস্তব্ধতা,নীরব গভীরতা
এক অন্য কথা বলে গেল
চুপিচুপি কানে কানে।
তুমি আছো,ভীষণভাবে বেঁচে আছো
আমার মনে,মননে।
বসন্ত আজও আসে,ফুল ফোটে আজও
মনে পড়ে তোমার কথা।
রোজ তুমি কেন স্বপ্নে আসো?
আমি তো কষ্ট পাই,যন্ত্রণায় দীর্ণ হই!
বন্ধনে বাঁধা পড়া হল না,
স্বর্গের পারিজাতের গন্ধে তুমি আছো
ভীষণভাবে আছ ।।
*********************************

সুপ্রিয়া মুখার্জী চন্দননগরের বাসিন্দা। কবিতার সঙ্গে পথ চলা শুরু বেশ বড় বয়সেই। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসেন।

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!