Shadow

রোষাগ্নি – শর্মিষ্ঠা দাস (মিষ্টি)

pc. একতা

রোষাগ্নি
শর্মিষ্ঠা দাস (মিষ্টি)

পুতুল খেলা আর নয় মা,
চোখের কোণে আগুন জ্বাল।
শরীরের ঐ প্রতি খাঁজে,
সংহার রূপী সাহস আন।
গতরের ভাঁজে কাঁটা পুঁতে,
ত্রিশুলটাকে আজ শান দে,
হয়েছে সময় রুখে দাঁড়ানোর,
নারীদের যোগ্য মান দে।
জ্বলছে ঐ চিতার আগুন,
আগুন তো নয়; চোখের জল।
চিৎকার করে বলছে যেন—
বাড়াও তোমার মনোবল।
মেয়েটা যে আজ নিথর দেহ,
কারা যেন ওকে খুবলে খেলো।
এবার সময় বুঝিয়ে দেবার,
‘দানবদলনী মা’ যে এলো।
প্রতি ঘরে হোক্ তোর বন্দনা,
মায়ের কোল যেন না হয় শূন্য।
বুক জুড়ে আজ সাইজ নয়,
সদর্পে বলুক,আমি নই পণ্য।
চোখের কোণে জল নয় আর,
রক্তচক্ষু দৃষ্টি দে।
নৃশংস ঐ পশুদের,
পরাণে একটু ভয় দে।
নয় আর কোনো নির্ভয়া,বাল্মকী—
হোক্ নারীজাতির জয়,
সম্মান আর শ্রদ্ধায় বলো,
জয় ‘দেবী দুর্গা’র জয়’।
প্রতি ঘরে হোক্ তোর আগমন,
লক্ষীরূপে বিরাজ কর।
*************************

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!