Shadow

কবিতা – দীপন মিত্র 

PC Westend 61

কবিতাদীপন মিত্র 

এছাড়া হয় না লেখা শখে 

সময় অল্পই বাঁচে,মেরেকেটে কতোটুকু পাই,
দিনরাত ছেঁচে পড়ে চুয়ানো মদের অনুরূপ
মকরধ্বজের সঙ্গে মধু অনুপান-টুপটুপ
অনেক গভীর রাতে বুকে ঝরে,তখন মেশাই
রাতের নির্যাস সেই অন্ধকারে,আলো খুবই কম
কিন্তু গাঢ় সান্দ্র,যেন দূর থেকে দেখা বন্দরের
তারাগুলো মিশে যায় ট্রাকেদের ভিড়ে বি.এন.আর
গাল কাটা,নাক ভাঙা নায়কেরা ঘোরে হরদম
ভাঁটি ঘেঁটে লাল চক্ষু নেশাগ্রস্ত এই যে যাপন
যে কোন সময়ে হত্যা হয়ে যেতে পারে বিলক্ষণ
মেয়ে নিয়ে শুয়ে থাকে সস্তার হোটেলে,বেশ্যাগৃহে
বেপরোয়া,বেখেয়াল কবি যেন-নিজেকেই নিয়ে ব্যস্ত,
অন্যেকে কে কী বলে? সময় কোথায় ওই মস্তকে?
সে থাকে দারুণ বেঁচে,এছাড়া  হয় না লেখা শখে ৷।
******************************************

এসেছে কমনীয়তা আজ ঘরে 

এসেছে কমনীয়তা আজ ঘরে-বসাবো কোথায়?
অভিশপ্ত এক ফালি ঘেরা এই বারান্দা আমার!
এখানেই খাই,শুই,মরি বেশি,বাঁচিও কিছুটা
অশুভ বাতাস বয় মাঝে মাঝে ঝরে যায় পাতা
কখনো বা গালাগাল,জন্তুদের ভীষণ গর্জন
ভয় পেয়ে কেঁদে ওঠে আমার শৈশব থরথর
কমনীয়তা তবু তো আসে-কেন পিছু ছাড়ে না সে?
ঢুকে পড়ে নৌকা-ঘাট,সিঁড়িতে সে বসে একা একা
চুপি চুপি বসে পড়ি অন্য ধাপে-নদী বয়ে চলে
তার দিকে চেয়ে থাকি,এত আলো,এত ভালো
আসন্ন সন্ধ্যার কালে,রঙের পেখম ঘিরে ফেলে
সূর্যাস্তের কুঠিঘাটে;আকাশে সেতার বেজে ওঠে।।
******************************************

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!