Shadow

কবিতা – সুবীর গুহ

PC: News18 Bengali

কবিতাসুবীর গুহ

           চরিষ্ণু মন

আমি আজও আলোক সন্ধানী—
বিষাদ প্রদাহ নিয়ে নিষ্প্রদীপ রাতে,
উদ্ভাসিত হতে চাই রাখি হাত নতুন প্রভাতে।
আজও আমি ফিরে ফিরে চাই,
অশক্ত মন নিয়ে যেদিকে তাকাই
বুকের যন্ত্রণা,শোক,ছিন্ন করে হৃদয় যখন–
অন্ধকারে দীপোৎসব,নিবিড় বন্ধন।
অকস্মাৎ মাঝরাতে চরিষ্ণু মন
নিজের মুদ্রাদোষে করে বিচরণ–
উন্মুক্ত-উদাসীন চোখের পল্লবে
আবার হয়তো খুঁজে পাবে–
সমুদ্রের জলোচ্ছ্বাসে ভেসে যাবে মন,
হাতের আঙুলে বাজে নিদ্রাহীন রাতের ক্রন্দন।
নতুন নতুন সুরে লীন হয়ে বাজুক এ বাঁশি,
নিহিত অন্তর জুড়ে নও পরবাসী।
————————————————

 ঝরা পালকের কান্না

জোছনায় সম্পৃক্ত হয়ে
হলুদ আভায় —-
মেলে ধরো নিজেকে আবার,
হলদে পাখির সেই পালকের মত,
একটা পালক যদি খসে যায়,
ছুটে যেতে ইচ্ছে করে
তোমার সাধের আঙিনায়।
আমি তো দেখিনি সেই নরম পালক,
দেখিনি তো কোনো দিন ছুঁয়ে।
ঝরা পালকের ব্যথা বুঝি নি কখনও
অন্তরঙ্গ হয়ে থাকা বেদনার মতো
এইভাবে ক্রমে ক্রমে ঝরে যায়
আমাদের সবার পালক,
ডানা ভেঙে পরে থাকা
জটায়ুর মত।
তবুও উড়তে হবে
আবার নতুন করে,
সকলের হাতে হাত রেখে;
উড়ে যেতে হবে সেই
পরিযায়ী পাখির মতন
পৃথিবীর আকাশে আকাশে।।
*****************************

সুবীর গুহ পরিচিতি
জন্ম ১৯৫২ সালে৷ মামাবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে বড়ো হওয়া সুবীর বাবু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক৷ ছোট থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলের ছাপ তাঁকে ক্রমশঃ আকৃষ্ট করে গানবাজনা,খেলাধূলা,সাহিত্য সবকিছুতেই৷ পরিণত বয়সে তার প্রকাশ ঘটে বিভিন্ন লিটল্ ম্যাগাজিনে যেমন-কর্ণ,পথে-প্রান্তরে,চর্যাপদ,আঞ্চলিক দর্পণ ও আরো নানা পত্রপত্রিকায় যা সমাদৃত হয়৷ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যুগলবন্দী’ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আত্মপরিচয় ও অন্যান্য কবিতা’ ইতিমধ্যেই প্রকাশিত এবং যথেষ্ট সমাদৃত৷ তাঁর আরো একটি বই প্রকাশের কাজ চলছে৷

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!