ফুটেছে নতুন ফুল
অরুণ শীল
ভাঙন ঠেকানো দায়,অবনত মুখ
তোমার জিহ্বায় জানি অরুচি অসুখ!
নতুনত্ব চাও তাই পুরাতনে গ্লানি
ঘেন্না জমেছে মনে জানি মহারানী।
যদিও বাহান্ন পার করেও পঁচিশ
মগজে জমেছে সেই লেবুচিপা বিষ
হয়তো কেউ চুষে নেবে পরম আদরে
আমিও ভুগছি আজ হারামির জ্বরে।
মহাস্বার্থপর সময় মার্কেটে হাঁটে
পতেঙ্গা বাজার ও লেকে বদ্ধ কপাটে
জেদ অভিমানের জন্ম দিতে দিতে
আমিও কেটেছি ভুল দরজার ফিতে!
সবাই বুঝবে কি এসবের মানে?
তোমার বন্ধু মায়াহরিনী কি জানে?
ফুটেছে নতুন ফুল? কোন সে কাননে!
কে আছে স্বর্গে? বুকে! গভীর গোপনে?
তোমার আদরের কাছে হয়ে আছি নত
তোমার গিরিখাত থাকুক অক্ষত
পেরিয়ে পঞ্চাশতম ফুলসজ্জার দিন
এখনও রঙিন তোমার পতাকা উড্ডীন
শুভ জন্মদিন প্রিয়,শুভ জন্মদিন।
**********************************
অরুণ শীল। নর্দার্ন হিল পার্ক, ৩৫ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, চট্টগ্রাম-৪০০০।