Shadow

সীমানায় মেয়েবেলা – সহেলী মুখার্জি

PC: জীবনের কথা বলি

সীমানায় মেয়েবেলা

       সহেলী মুখার্জি

মুখ ভার করা মেঘলা বারান্দার
বিষাদের আঙিনায়,
রত্নগর্ভা দাঁড়িয়ে অকিঞ্চন
কন্যা জন্ম দায়।
পায়ে পায়ে পার পাঁচটা বছর পর
সবাই আপন ঘর
লক্ষ্মণ রেখা মোটের উপর পুরু
পারিবারিক ভর।
আদ্যন্ত নিয়ম কফিন ভার
বয়ে চলা বৈভব
শিকলে আঁচলে সীমানার বলিরেখা
যৌবন শৈশব।
‘না’ এর মোড়কে হাঁসফাঁস আবহাওয়া
চাইলে দখিন হাওয়া,
সমুখে সবল নারী সত্তার ফাঁস
প্রকট প্রৌঢ় ছায়া।
বাঁধনের বাধা ছিন্ন কঠিন রশি
একরোখা উল্লাসী।
উত্তাল পথ এলোমেলো সীমানা
খন্ডনে ওঠে অসি।
কবজের দড়ি উন্মুখ বিহ্বল
সুপ্ত অবিচল
মুক্তির ঘ্রাণ নারীর বর্ম খসি
যাপনে চঞ্চল। ।
************************************

সহেলী মুখার্জি পরিচিতিঃ স্কুল শিক্ষিকা,নিবাস-ব্যান্ডেল/হুগলি,শখ-লেখা এবং গান করা

error: বিষয়বস্তু সুরক্ষিত !!